শাকিরার ব্রাজিল বিশ্বকাপ থিম সং "লা লা লা" এর ভিডিও
‘ওয়াকা ওয়াকা’র পর এবার ‘লা লা লা’। ২০১০ দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে মাতিয়ে দেয়া শাকিরা এবার গান গাইবেন ব্রাজিল বিশ্বকাপের জন্য। জেনিফার লোপেজের পিটবুলরা ব্রাজিল বিশ্বকাপের প্রথম থিম সঙ আত্মপ্রকাশ করেছেন। সেই থিম সঙের নাম ‘ইউ আর ওয়ান’। পিটবুল-কদিয়া লিটে-জেনিফার লোপজের সেই গানটি মন জিতলেও শাকিরার ওয়াকা-ওয়াকা জনপ্রিয়তার কাছাকাছি যেতে পারেনি। তাই ফিরলেন শাকিরা। ফিরে এলেন ‘ওয়াকা-ওয়াকা টু’ তথা ‘লা লা লা’-এর মাধ্যমে।
৩৭ বছরের এই কলম্বিয়ান পপ তারকা নিজের এই গান নিজেই লিখেছেন। এই গানের ভিডিওতে আছেন শাকিরার ছেলেও। শাকিরার এই গানটি তার অ্যালবাম ‘ক্যান নট রেমেম্বার টু ফরগ্যাট ইউ’-এর। পাঁচ বছর পর এটাই শাকিরার কামব্যাক অ্যালবাম।
গানটির অফিসিয়াল প্রিভিউ দেখতে নীচের ভিডিও লিঙ্কটিতে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=fhSZvFd3fMs
সম্পূর্ণ গানটির ভিডিও দেখতে নীচের ভিডিও টিতে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=X6g2w1ucAcg
গানটির স্প্যানিশ ভার্সন
https://www.youtube.com/watch?v=HN93jT-PeqYতথ্যসুত্র : অনলাইন নিউজ
Post a Comment