0

অনলাইনে কোথায় আপনার ফোন নং টি ব্যবহার হচ্ছে তা দেখে নিন । অনলাইন প্রতারনা থেকে মুক্তি পান

এইত সে দিন এই পদ্বতি টি অনুসরন করে আমার বন্ধুকে খুজে দিয়ে ছিলাম তার মোবাইলে কেন অনলাইন থেকে ফোন আসে । খুবই যন্তনায় পড়ে গিয়ে ছিল । অনলাইনে একটি নামি দামি রেসটুডেন্টে ওয়েব সাইটে তার ফোন নং ভূলে দিয়ে ছিল । দু দিন পর পর অনেক ফোন আসতে থাকে তার মোবাইলে । {{{_উমুক খাবারের দাম কত , কয়টা পর্যন্ত খোলা থাকে,লোকেশন টা দিন}}} আরো কত কি । এই ভাবে সাধারন পাবলিক তাকে জালাতে শুরু করে ।
এইটা ত আমার বন্ধু মহলের ঘটনা । এমন আরো কত হয় আপনি জানেন কি ?
অনেক সময় কোন মেয়ে মানুষকে প্রতারনা করার জন্য চটি পেইজে অথবা ফেসবুকের অনেক জায়গায় কলগার্ল নামে ফোন নং দেয়া থাকে । যেই আপুরা এই সব ফাদে পড়েছেন তারাত বুজেছেন কি জালা এর । এই জাতীয় আরো অনেক প্রতারনা আছে অনলাইনে ।
bd call

 

এমন আরো অনেক উদাহরন দেয়া যায় । আপনার কোন বন্ধুও’ত আপনার সাথে ফাইজলামি করে অনলাইনে উল্টা পাল্টা কিছু লিখে ফোন নং টি দিয়ে দিতে পারে । তখন ফোনের জালা কি তা বুজবেন ।
তাহলে দেখে নিন অনলাইনের কোন কোন জায়গায় আপনার ফোন নং টি ব্যবহার হচ্ছে ।
►► খুবই সহজ । গুগল মামার কাছে চলে যান আর ফোন নং টি লিখে সার্চ দিন :P   www.google.com
কিছু বিষয় লক্ষ্য রাখুন ।
  • আপনার ফোন নং টি দুই ভাবে সার্চ দিন । বাংলায় ও ইংলিশে 01753……4 এবং ০১৭৫৩…….৪
  • কিছু ওয়েব সাইটে দেখবেন অনেক ফোন নং এর সাথে আপনার ফোন নং দেখাচ্ছে । ঐ গুলি অসুবিধা নাই । সিংগেল গুলোই প্রয়োজন ।

এভাবেই অনলাইনে কোথায় আপনার ফোন নং টি ব্যবহার হচ্ছে তা দেখে নিন পারেন । এবং অনলাইন প্রতারনা থেকে দূরে থাকতে পারেন ।

69m49s Kaspersky Internet Security 2014 Original License Key

Post a Comment

 
Top