অনেক কাজের চাপে যখন তুমি ব্যস্ত হয়ে থাকো
সেই ব্যস্ততায় আমার ফোন কলগুলো তোমার নজরে পড়ে না
ব্যস্ত তুমি জানতে ভুলে যাও
আমি ওষুধ খেয়েছি কিনা
জ্ব্ররটা আবার এলো কিনা
মাথাব্যথা হলো কিনা
মন খারাপ করে কাঁদছি কিনা
তখন কেন যেন তোমার ব্যস্ত মুখটা দেখে
খুব ভালোবাসি বলতে ইচ্ছে করে তোমায়
কেন যেন ইচ্ছে করে দু'হাতের মুঠোয়
আলতো করে তোমার মুখটা তুলে বলি
আমি তোমায় অনেক ভালোবাসি।
সেই ব্যস্ততায় আমার ফোন কলগুলো তোমার নজরে পড়ে না
ব্যস্ত তুমি জানতে ভুলে যাও
আমি ওষুধ খেয়েছি কিনা
জ্ব্ররটা আবার এলো কিনা
মাথাব্যথা হলো কিনা
মন খারাপ করে কাঁদছি কিনা
তখন কেন যেন তোমার ব্যস্ত মুখটা দেখে
খুব ভালোবাসি বলতে ইচ্ছে করে তোমায়
কেন যেন ইচ্ছে করে দু'হাতের মুঠোয়
আলতো করে তোমার মুখটা তুলে বলি
আমি তোমায় অনেক ভালোবাসি।
Post a Comment