সবার আগে আজকের SSC 2014 পরীক্ষার রেজাল্ট PDF আকারে ডাউনলোড করে নিন, সাথে আরো ট্রিকস থাকছে SSC 2014 RESLUT দেখার (৩টি বিকল্প পদ্ধতি)
আপনি কি এসএসসি ও সমমানের পরীক্ষা-২০১৪ এর রেজাল্ট আগে আগে পেতে চান?? তবে এই পোষ্টটি আপনার জন্যই………. তবে মনে রাখুন রেজাল্ট পাবলিশ হবার সাথে সাথেই পাওয়া যাবে এর আগে মুলত কনো টিপস বা ট্রিকস ই কাজে আসবে না। তাই সবাই অপেক্ষা করুন দুপুর পর্যন্ত, তখন সকল সার্ভার জ্যাম থাকলেও নিচের উপায়ে সহজেই এসএসসি ২০১৪ এর রেসাল্ট দেখে নিতে পারবেন।পদ্ধতি ১
২০১৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ (১৭ মে, ২০১৪) প্রকাশিত হচ্ছে। গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে। কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ
[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd
উদাহরণসরূপঃ যশোর বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 116828 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে jes116828@educationboard.gov.bd এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 116828
উল্লেখ্য, এখানে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN নাম্বার ডাউনলোড করা যাবে ।
ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ
১) প্রথমে এখানে ক্লিক করুন
২) Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন
৩) ই-মেইল Open হবে
৪) Inbox এ ক্লিক করুন
৫) Inbox Open হবে
৬) Subject এর উপর ক্লিক করুন
৭) Mail Open হবে
৮) Download এ ক্লিক করলে PDF আকারে উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা Download হবে।
আর Rollwise Result পেতে হলে এখানে ক্লিক করুন ।
পদ্ধতি ২
আমরা অনেকেই জানি যে, Click This Link এখানে সকল বোর্ড এর ফলাফল পাওয়া যাই কিন্তু সারা দেশের মানুষ আজ এখানে দেখবে তাই মাঝে মাঝে সার্ভার eroor 404 not found উঠবে, যার কারনে রেজাল্ট পেতে সমস্যা হবে। আমরা এজন্য আমাদের বোর্ড এর ওয়েব সাইট থেকে ফলাফল সহ মার্কশীট দেখব। এজন্য….
http://www.jessoreboard.gov.bd/result_on/
খেয়াল করুন এখানে আমি বোর্ড যশোর লিখেছি। আপনি আপনার কাঙ্খিত বোর্ড লিখবেন।
পদ্ধতি ৩ মোবাইলের মাধ্যমে ফল পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ
Message অপশনে এ গিয়ে সাধারন বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে একটি Space দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন এবং আরেকটি Space দিয়ে রোল নাম্বার এবং আরেকটি Space দিয়ে যে বছরের পরীক্ষার্থী তার সন টাইপ করুন এবং 16222 নাম্বারে SMS করুন→ উদাহরন-SSC Dha 123456 2012 Send to 16222
Thank you so much for giving pieces of information. Govt Jobs Circular
ReplyDelete