0

যেকোনো বছরের যেকোনো তারিখ কি বার ছিল বলে দিন মুহূর্তে ।।।

আপনি কি জানেন ২০০৫ সালের ১৫ নভেম্বর কি বার ছিল। জানেন না তাইতো । ক্যালেন্ডার এর সাহায্যে আপনি জানতে পারবেন। কিন্তু আপনি এই ক্যালেন্ডার ছাড়াও বলতে পারবেন পারবেন সহজেই।।
বিশ্বাস করতে পারছেন না ত………
চলুন দেখি পারেন কি না।। এই জন্য আপনাকে একটি সুত্র এর ব্যবহার করতে হবে।

        সুত্রটি – (শতাব্দি কোড + বছর কোড + মাস কোড + দিন) % ৭
 আর Leap Year হলে- (শতাব্দি কোড + বছর কোড + মাস কোড + দিন – ১) % ৭
৭ দিয়ে ভাগ দিয়ে ভাগশেষটি বার কোড

বার কোড
মনে করুন দিন শুরু সোম থেকে।।  তাই সোমবার ১, মঙ্গলবার ২, বুধবার ৩, বৃহস্পতি ৪, শুক্রবার ৫, শনিবার ৬, রবিবার ৭/০

মাস কোড (এটা মনে রাখতে হবে)
০    জানুয়ারি, অক্টোবর
১    মে
২     অগাস্ট
৩    ফেব্রুয়ারি, মার্চ , নভেম্বর
৪    জুন
৫    সেপ্টেম্বর, ডিসেম্বর
৬    এপ্রিল, জুলাই
বছর কোড আপনাকে বের করতে হবে
কিভাবে?
বছর কোড= {বছর এর শেষ দুই সংখ্যা + (ঐ একই সংখ্যা / ৪) } %  ৭
মনে রাখবেন ৪ দিয়ে ভাগ দেবার সময় পূর্ণ সংখ্যা গ্রহণ করতে হবে। আর  বছর কোডটি হবে ৭ দিয়ে ভাগ  দেবার পর  ভাগশেষটি।

শতাব্দি কোড
২০০০ সালের কোড ৬, ২১০০ সালের ৪, ২২০০ সালের ২, ২৩০০ সালের ০।। অন্যদিকে
১৯০০ সালের কোড ০, ১৮০০ সালের ২, ১৭০০ সালের ৪, ১৬০০ সালের ৬, আবার ১৫০০ সালের ০।
মিল পেলেন কিছু, শতাব্দি কোড ০ ২ ৪ ও ৬।। শুধু শতাব্দি শতাব্দি ২-+

এখন আসেন চেষ্টা করি-
২০০৫ সালের ১৫ নভেম্বর কি বার ছিল ?
সুত্রটি – (শতাব্দি কোড + বছর কোড + মাস কোড + দিন ) % ৭
শতাব্দি কোড= ২০০৫ এর ৬
বছর কোড= {০৫+(০৫ ৪)}/৭ = ৬ ৭,
মনে রাখবেন ৪ দিয়ে ভাগ দেবার সময় পূর্ণ সংখ্যা গ্রহণ করতে হবে। আর  বছর কোডটি হবে ৭ দিয়ে ভাগ দিয়ে ভাগশেষটি।
তাই এখানে ৬ ই বছর কোড।
মাস কোড= নভেম্বরের কোড ৩
তাহলে দিন= (৬+৬+৩+১৫) % ৭ = ৩০ % ৭ ভাগশেষ হবে দিন, এখানে ভাগশেষ ২ অর্থাৎ ২= মঙ্গলবার
২০০৫ সালের ১৫ নভেম্বর, মঙ্গলবার ।।
15 nov 2005  


এবার ২০০০ সালের ০৬ ফেব্রুয়ারি দেখা যাক
বছর কোড= {০০+(০০ ৪)} ৭ = ০ ৭ =০
মাস কোড= ফেব্রুয়ারি  কোড ৩
দিন= ০৬
২০০০ সাল Leap Year বলে- (শতাব্দি কোড + বছর কোড + মাস কোড + দিন – ১) % ৭
দিন= (শতাব্দি কোড + বছর কোড + মাস কোড + দিন – ১ ) % ৭ 
= (৬+০+৩+৬-১) % ৭ =১৪ % ৭, ভাগশেষ ০, ০ = রবিবার
২০০০ সালের ০৬ ফেব্রুয়ারি রবিবার

06 feb 2000



এবার আপনার পালা
এবার ২০১৫  সালের ০১ জুন সোমবার দেখেন হয় কিনা।

Post a Comment

 
Top