কিটক্যাট সহকারে নতুন ৩টি সিম্ফোনী স্মার্টফোন !!
দেশের বাজারে প্রতিনিয়তই নিত্যনতুন সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দেখা মিললেও এসব ফোনের অধিকাংশরই অপারেটিং সিস্টেম খানিকটা পুরনো অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন হওয়ায় অনেক ক্রেতাই হয়তো অপেক্ষায় ছিলেন অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট চালিত স্মার্টফোনের । আগ্রহী ক্রেতাদের কথা মাথায় রেখে দেশীয় প্রতিষ্ঠান সিম্ফোনী এবারে বাজারে এনেছে স্বল্পমূল্যের নতুন তিনটি স্মার্টফোন, যেগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট । কিটক্যাট অপারেটিং সিস্টেমের নতুন এই তিনটি ফোনের মডেল হলো – Xplorer 69Q, Xplorer W91 ও Xplorer W95 ! উল্লেখ্য, কিছুদিন পূর্বেই অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট চালিত স্মার্টফোন Primo RX2 বাজারে এনেছে আরেক দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন, এর পাশাপাশি তাদের ২-৩টি মডেলের স্মার্টফোনের জন্য তারা কিটক্যাট আপডেটও ছেড়েছে।Xplorer W69Q এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
অপারেটিং সিস্টেমঃ | অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ |
ডিসপ্লেঃ | ৪ ইঞ্চি, আইপিএস ডিসপ্লে |
র্যামঃ | ৫১২ মেগাবাইট |
স্টোরেজঃ | ৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড সাপোর্ট |
প্রসেসরঃ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর |
জিপিউঃ | মালি ৪০০ |
ক্যামেরাঃ | ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা |
কানেকটিভিটিঃ | থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস |
ব্যাটারীঃ | ১,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। |
এই ফোনটির ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৩০০ ঘন্টা। এছাড়া এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। উল্লেখ্য, Xplorer W69Q স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে। এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনটির মূল্য ৭,৯৫০ টাকা নির্ধারণ করেছে সিম্ফোনী কর্তৃপক্ষ।
Xplorer W91 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
অপারেটিং সিস্টেমঃ | অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ |
ডিসপ্লেঃ | ৪.৫ ইঞ্চি, আইপিএস ডিসপ্লে |
র্যামঃ | ৫১২ মেগাবাইট |
স্টোরেজঃ | ৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড সাপোর্ট |
প্রসেসরঃ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর |
জিপিউঃ | মালি ৪০০ |
ক্যামেরাঃ | ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা |
কানেকটিভিটিঃ | থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস |
ব্যাটারীঃ | ১,৬৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। |
এই ফোনের ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। এর ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৫০০ ঘন্টা। উল্লেখ্য, Xplorer W91 স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে। সিম্ফোনী কর্তৃপক্ষ Xplorer W91 ফোনটির মূল্য ৯,২৫০ টাকা নির্ধারণ করেছে ।
Xplorer W95 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
অপারেটিং সিস্টেমঃ | অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ |
ডিসপ্লেঃ | ৫ ইঞ্চি, আইপিএস ডিসপ্লে |
র্যামঃ | ৫১২ মেগাবাইট |
স্টোরেজঃ | ৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড সাপোর্ট |
প্রসেসরঃ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর |
জিপিউঃ | মালি ৪০০ |
ক্যামেরাঃ | ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা |
কানেকটিভিটিঃ | থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস |
ব্যাটারীঃ | ১,৮৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। |
এই ফোনটির ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৪০০ ঘন্টা। এছাড়া এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। উল্লেখ্য, Xplorer W95 স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে। সিম্ফোনী কর্তৃপক্ষ Xplorer W95 ফোনটির মূল্য নির্ধারণ করেছে ৯,৯৯০ টাকা।
কিটক্যাট অপারেটিং সিস্টেমসমৃদ্ধ হওয়ায় ক্রেতাদের দৃষ্টি বেশ ভালোভাবেই আকর্ষণে সক্ষম হবে নতুন এই তিনটি স্মার্টফোন – এমনটাই প্রত্যাশা সিম্ফোনী কর্তৃপক্ষের। তবে ফোনগুলোর র্যাম আরেকটু বাড়িয়ে ১ গিগাবাইট করা হলে তা হয়তো ক্রেতামহলে অধিক সাড়া ফেলতো !
Post a Comment