ইচ্ছে করেই টিপটা পড়ি
এদিক-ওদিক করে,
তুই যেন বিরক্ত হয়ে বলিস,
আয়ত দেই ঠিক করে।।
চোখের কাজল ইচ্ছে করেই
দেই একটু টেনে,
তুই তখন টিস্যু খুঁজে বলিস কিরে,
এভাবে কেও কাজল টানে!!
হাতের কাচের চুড়িগুলো
বাজাই রিনিঝিনি,
জানি তুই বলবি এখন
বন্ধ কর না এই প্যানপ্যানানি।।
চুলগুলো বাঁধি,যতন করে,
লাগে যেন ভালো,
একটানে খুলে বলিস খবর্দার
বাঁধবি না চুল, থাকবে এ
নূপুরগুলো না বাজালেও
তোর কানে ঠিক বাজে,
একটুখানি দূরে গেলেই টেনে বলিস,
যাস কেন এত দূরে।।
ব্যাথা না পেয়েও কাঁদি আমি
তোর কাছে গিয়ে,
জানি তুই বুকে জড়িয়ে বলবি
আয়ত দেখি,
সমুদ্রের ঢেউটা দেই মুছে!
এদিক-ওদিক করে,
তুই যেন বিরক্ত হয়ে বলিস,
আয়ত দেই ঠিক করে।।
চোখের কাজল ইচ্ছে করেই
দেই একটু টেনে,
তুই তখন টিস্যু খুঁজে বলিস কিরে,
এভাবে কেও কাজল টানে!!
হাতের কাচের চুড়িগুলো
বাজাই রিনিঝিনি,
জানি তুই বলবি এখন
বন্ধ কর না এই প্যানপ্যানানি।।
চুলগুলো বাঁধি,যতন করে,
লাগে যেন ভালো,
একটানে খুলে বলিস খবর্দার
বাঁধবি না চুল, থাকবে এ
নূপুরগুলো না বাজালেও
তোর কানে ঠিক বাজে,
একটুখানি দূরে গেলেই টেনে বলিস,
যাস কেন এত দূরে।।
ব্যাথা না পেয়েও কাঁদি আমি
তোর কাছে গিয়ে,
জানি তুই বুকে জড়িয়ে বলবি
আয়ত দেখি,
সমুদ্রের ঢেউটা দেই মুছে!
Post a Comment