0
চাইলেই হয়তো তোমাকে ছাড়া বেঁচে
থাকতে পারতাম জানি কষ্ট হত, তবু অসম্ভব
ছিল না কিন্তু বেঁচে থাকলে তো বাকিটা জীবন
তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে
তোমায় এত বেশি ভালবেসেছি যে
তোমাকে কখনো ঘৃণা করতে হবে
এ কথা এক মুহূর্তের জন্যও ভাবিনি
ভাববই বা কেন . . . ???
আমার ভালবাসা তো বাজে ছিল না
আজ আমার এই ভালবাসাকে আমি
ঘৃণার কাছে এত সহজে হেরে যেতে দেই
কি করে বল . . . . . ???
তাই ঘৃণা করে বেঁচে থাকার চেয়ে
তোমায় ভালবেসেই চলে যেত হল . . .


Post a Comment

 
Top