একটা শুকনো ঝরা ফুলের মত হয়ে গেছে আমার জীবনটা।
একটু বাতাসেই যে ফুলটা মুখ থুবরে পরে যেতে পারে।
ভাল লাগা আর ভালবাসা জিনিষটাকে ঠিকমত বুঝার আগেই তুমি আমার জীবনে এসেছিলে,
আর যখন বুঝতে পারছি তখন তুমি অন্য আকাসে উড়।
আমি তোমার কাছ থেকে ভালবাসতে শিখছিলাম ঠিকই, চলে যাওয়া শিখিনি,
তাইত অন্ধকারে ডুকরে ডুকরে কেদে উঠি আমি।
তোমার জন্যে আমি এত কষ্ট পাই ঠিকই,
কিন্তু জীবন চলার কোন বাকে তোমার সাথে দেখা হয়ে যাক এটাও আমি আর চাইনা।
কোন দিন ভূলগুলো বুঝে ফিরে আস এটাও চাইনা, আসলেও আর মেনে নেবনা।
কারন যেই কষ্টের তীব্র যন্ত্রনায় আমি ক্ষতবিক্ষত হচ্ছি তাত আর ফিরে আসবেনা।
জীবনের এই ধাপটাই এখন আমার ভীষন আপন। এভাবেই কাটুক আমার দিনগুলি.......
একটু বাতাসেই যে ফুলটা মুখ থুবরে পরে যেতে পারে।
ভাল লাগা আর ভালবাসা জিনিষটাকে ঠিকমত বুঝার আগেই তুমি আমার জীবনে এসেছিলে,
আর যখন বুঝতে পারছি তখন তুমি অন্য আকাসে উড়।
আমি তোমার কাছ থেকে ভালবাসতে শিখছিলাম ঠিকই, চলে যাওয়া শিখিনি,
তাইত অন্ধকারে ডুকরে ডুকরে কেদে উঠি আমি।
তোমার জন্যে আমি এত কষ্ট পাই ঠিকই,
কিন্তু জীবন চলার কোন বাকে তোমার সাথে দেখা হয়ে যাক এটাও আমি আর চাইনা।
কোন দিন ভূলগুলো বুঝে ফিরে আস এটাও চাইনা, আসলেও আর মেনে নেবনা।
কারন যেই কষ্টের তীব্র যন্ত্রনায় আমি ক্ষতবিক্ষত হচ্ছি তাত আর ফিরে আসবেনা।
জীবনের এই ধাপটাই এখন আমার ভীষন আপন। এভাবেই কাটুক আমার দিনগুলি.......