0
অনেক দিন পর লিখতে বসলাম। এটা আমার দ্বিতীয় পোস্ট। ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমি দেখাব কিভাবে পেনড্রাইভের আইকন পরিবর্তন করতে হয়। সাথে থাকছে আর একটি টিপস। সাধারনত পেনড্রাইভের নাম ১১ অক্ষরের বেশি দেওয়া যায় না।(চেষ্টা করে দেখতে পারেন) তবে এই ট্রিকটির মাধ্যমে আপনি আপনার পেনড্রাইভের নাম ১১ অক্ষরের বেশিও দিতে পারবেন। তাহলে শুরু করা যাকঃ
ধাপ ১: আপনি যে আইকনটাকে আপনার পেনড্রাইভের আইকন বানাতে চান সেটি পেনড্রাইভে Copy করুন।                 
আমি এখানে USB.ico নামের আইকনটি ব্যবহার করেছি।1
ধাপ ২: এবার নোটপ্যাড ওপেন করুন এবং নিচের কোডগুলি লিখুন।
     [autorun]
icon=usb.ico

নিচের ছবিটি দেখুনঃ2

এবার usb.ico এর জায়গায় আপনার আইকন এর নাম লিখুন।
ধাপ ৩: এবার File>Save As এ গিয়ে Save As Type থেকে All Files সিলেক্ট করুন এবং পেনড্রাইভের  root ফোল্ডারে গিয়ে Autorun.inf নামে ফাইলটি সেভ করুন।
(বোনাস) ধাপ ৪:  আপনার ইউএসবি ড্রাইভের নাম পরিবর্তন(১১ অক্ষরের বেশি) করার জন্য নোটপ্যাডে তৃতীয় লাইনে এই লাইনটি যোগ করুন।
     label=YourUSBdeviceName

3
এবার YourUSBdeviceName এর জায়গায় আপনার কাঙ্খিত নামটি লিখুন এবং সেভ করুন।
এবার ইউএসবি ডিভাইসটি পোর্ট থেকে খুলে আবার পোর্টে যুক্ত করুন। আপনি চাইলে ফাইল দুইটি হাইড করে রাখতে পারেন।

Post a Comment

 
Top