অবিশ্বাস্য দামে একদম নতুন অ্যান্ড্রয়েড মোবাইল Symphony W17!
অ্যান্ড্রয়েড জিনিসটা বর্তমানে একধরনের জ্বরের মত লাগছে যেটা আমাকে সম্পূর্ণ কাবু করে ফেলেছে! তাই, কয়েকদিন পর পরই অ্যান্ড্রয়েড সম্পর্কে লিখতে বসি।সেই ধারাবাহিকতা রক্ষার জন্যই আমি আজ আবারো হাজির হলার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক সদ্য রিলিজ প্রাপ্ত একটি অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে যেটা আপনার সকল চাহিদা পূরণ করতে পারবে।
আজ আমি আপনাদের জানাবো সিম্ফোনির নতুন একটি মোবাইল সম্পর্কে। এটি কিছুদিন আগেই সিম্ফোনি ও বাংলালিংক যৌথভাবে বাজারে ছেড়েছে।
মডেলের নামঃ Symphony Play W17
স্পেসিফিকেশনঃ
প্রসেসরঃ ১ গিগাহার্টজ ডুয়েল কোরডিসপ্লেঃ ৩.৫ ইঞ্চ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
র্যামঃ ৫১২ মেগাবাইট
রমঃ ৪ গিগাবাইট
নেটওয়ার্কঃ ২জি, ৩জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস
ক্যামেরাঃ ১.৩ মেগাপিক্সেল (রেয়ার) ও ০.৩ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারিঃ ১৩০০ mAh
দামঃ ৪,৩৫০ টাকা
কেন কিনবেন এই ফোন?
এই
ফোনটি কেনার পিছনে মূল যেই কারনগুলো পাওয়া যাচ্ছে তা হল প্রথমত এটার কম
মূল্য। তাই, আপনার যদি বাজেট কম থাকে তাহলে এই সেটটির মাধ্যমে আপনি
অ্যান্ড্রয়েড এর স্বাদ পেতে পারেন। কারণ, এত কম দামে বর্তমানে এই
স্পেসিফিকেশনের ফোন বাজারে আর নেই। পাশাপাশি এই মোবাইলটিতে আপনি থ্রিজি
ব্যাবহার করতে পারবেন। র্যাম ৫১২ মেগাবাইট ও রম ৪ গিগাবাইট হওয়ার ফলে এই
সেটটি দ্বারা আপনি বেশ সন্তোষজনক পারফর্মেন্স পাবেন। পাশাপাশি এটাতে ভিজিএ
ক্যামেরা রয়েছে যা দিয়ে আপনি থ্রিডি ভিডিও কলিং এ কাজ সারতে পারবেন ও সেলফি
তুলতে পারবেন। যদিও সেলফির জন্য ভিজিএ ক্যামেরা পর্যাপ্ত নয় এখন আসুন দেখে নেই কি কি কারনে আপনি এই মোবাইলটি কিনবেন নাঃ
১) ৩.৫ ইঞ্চি ডিসপ্লে
২) অল্প ব্যাটারি ব্যাকআপ
৩) ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা
তবে, আমাদের দাম অনুযায়ী সেট এর কনফিগারেশন বিবেচনা করা উচিৎ। আর দাম বিবেচনা করলে এই সেটটি কোন অংশেই খারাপ নয়! তাই, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিঃসন্দেহে এই হ্যান্ডসেটটি কিনতে পারেন J
আজ এখানেই শেষ করলাম। টিউমেন্টের মাধ্যমে জানাবেন টিউনটি কেমন লাগলো পাশাপাশি কোন কিছু জানার থাকলেও টিউমেন্টে বলবেন।
যতদিন অ্যান্ড্রয়েড এর জ্বর না কমছে ততদিন টিউন করে যাবো
সকলকে ধন্যবাদ।
Post a Comment