আজ আপনাদের দেখাবো কি করে গ্রামীণফোন থেকে পৃথিবীর যেকোন দেশের যেকোন নাম্বারে ফ্রিতে কথা বলতে পারবেন। যারা গ্রামীন সিম ব্যবহার করেন তারা সকলেই জানেন যে গ্রামীণ সিমে রাত ১২ টা থেকে সন্ধা ৬ টা পর্যন ফ্রি ফেসবুক ইউস করা যায়, এমনকি Facebook Default Application, Messenger, Opera Mini, UC অথবা যেকোন ব্রাউজার ব্যবহার করে। তাই আমরা আজ সেই সুযোগকেই কাজে লাগাবো।
১। প্রথমে Google Play Store থেকে Messenger এর লেটেষ্ট ভার্সন ডাউনলোড করে নিন। Play Store Link
২। এবার Hotspot Shield Ellite VPN Pro APK ডাউনলোড করুন, তারপর ইনিষ্টল করুন। Download Link
৩। এখন Setting>Apps>Messenger>Clear Data তে গিয়ে ডাটা মুছে দিন।
৪। আপনার Data Connection ON করুন অথবা Wifi দিয়ে Internet সংযোগ নিশ্চিত করুন।
৫। Hotspot Shield Ellite VPN Pro অ্যাপস এ গিয়ে USA Server সিলেক্ট করে IP HIDE করেন।
৬। আপনার Messenger চালু করুন আর দেখুন Online এ থাকা বন্ধুদের নামের উপরে Call Button/icon দেখা যাচ্ছে। তাতে ক্লিক করে আরামছে কথা বলুন আনলিমিটেড কোন ইন্টারনেট বা ডাটা চার্জ ছাড়াই।
উক্ত অ্যাপস দুটি উভয়ের ফোনে থাকতে হবে, যদি আপনার প্রিয়জন USA, UK, CA তে থাকে তবে তার Hotspot Shield ব্যবহার করতে হবে না।
স্কিন সর্টঃ
Facebook-Messenger-4.1-for003

আপনি উপকৃত হলে আমার পোষ্ট লেখার কষ্ট সার্থক। আপনার মূল্যবান মন্তব্য আশা করছি। উক্ত পোষ্টটা পূর্বে এই খানে প্রকাশিত হয়েছিল।
 
Top