একটি ফ্রি OCR (optical character recognition) সফটওয়্যার, যার মাধ্যমে সহজেয় ছবি থেকে টেক্সট এ রূপান্তর করুন ।
বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে আমরা লেখা পড়ে থাকি, এবং সেই লেখা গুলো সংরক্ষন করতে ইচ্ছে করে । হয়তবা সেই লেখা গুলো মাক্রসফট ওয়ার্ডে বা অন্য কোনো টেক্সট এডিটরের মাধমে সংরক্ষন করতে ইচ্ছে করে ।কিন্তু সমস্যা হচ্ছে ছবি থেকে তো আর সহজে লেখা কপি করা যাই না ।
যাইহোক মন খারাপ করার কিছু নাই, কেনোনা ইচ্ছে থাকলে উপায় তো অবশ্যই হবে । তেমনি একটা উপায়ের (সফটওয়্যার) কথা বলবো আপনাদের আজকে যার মাধ্যমে আপনি সহজেই ছবি থেকে লিখাকে সহজেই বাহির করতে পারবেন ।
তো চলুন দেখা যাক কি করে কি হয় ।
প্রথমেই সফটয়্যারটির নাম বলে দেই, সফটও্যারটির নাম হচ্ছে … Capture2Text.
প্রথমে সফটওয়্যারটি উপরের লিঙ্ক থেকে নামিয়ে নিন এবং এরপরে সফটওয়্যারটিকে আনজিপ করুন ।
এরপরে নীচের ধাপগুলো অনুশরণ করুন ।
১ম ধাপ
সফটওয়্যারটি আনজিপ করার পরে Capture2Text ফোল্ডারে ঢুকুন ।
২য় ধাপ
এইবারে Capture2Text.exe ফাইল টি রান করুন । (কোনো ইন্সটলেশনের প্রয়োজন নাই)
৩য় ধাপ
এইবারে সিস্টেম ট্রে তে গিয়ে Capture2Text আইকনের উপরে মাউসের ডান বাটন চাপুন ।
এবং সেটিংসে গিয়ে OCR এর ভাষা পরিবর্তন করুন । ( Settings –>OCR Language –> English)
৪র্থ ধাপ
এইবারে মূল কাজ । আপনি যেই ছবি থেকে লিখা সংগ্রহ করতে চান তা আপনার স্ক্রীনে আনুন (খেয়াল রাখাবেন লিখা যেনো অবশ্যই দেখা যায়) ।
এইবারে আপনার মাউস কার্সর ওই লিখার নীচের দিকে বা উপরের দিকে কোনাকোনি করে রাখুন, যাতে করে লিখার যে অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছেন তা সম্পূর্ণ রূপে হয় ।
এবং কীবোর্ডের Win+Q বোতাম চাপুন, যা আপনার ক্লিপিং প্রক্রিয়াকে শুরু করবে । এইবারে যে অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছিলেন তা সিলেক্ট করুন এবং কার্সর ছেড়ে দিন ।
এর ফলে যা আপনি সিলেক্ট করছেন তা আপনার স্ক্রীনের বাম পার্শে লিখা আকারে উপরের দিকে দেখাবে ।
৫ম ধাপ
এর ফলে ক্লিপিং প্রক্রিয়া সম্পন্ন হবে এবং লিখা গুলো ক্লিপিংবোর্ডে সংরক্ষন হবে ।
সবশেষে যা করতে হবে তা হলো যে কোনো একটি টেক্সট এডিটর নিন এবং পেষ্ট করুন ।
কাজ শেষ, দেখবেন আপনার লিখা গুলো টেক্সট এডিটরে পেষ্ট হয়ে গেছে ।
একটি কথে বলে রাখা ভালো যে কিছু কিছু লিখা ঠিকমত নাও আসতে পারে, বা একটু অন্য রকমের আস্তে পারে সে ক্ষেত্রে সম্পাদনা করার প্রয়োজন হতে পারে ।
আজকেই প্রথম আমার এই ব্লগে লেখা । আশা করি আপনাদের ভালো লাগবে ।
সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ।
ধন্যবাদ।