ফেসবুকে অনেকে আছেন যারা নিজেদের ছবি ব্যক্তিগত করে রাখেন অথ্যাৎ অন্য কেউ ঐ ছবিটি সম্পূর্ণ সাইজে অথ্যাৎ বড় সাজে দেখতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা তাদের ছবিগুলো এমন করে রাখে। এইটা একটা নিরাপত্তা, যেটি ফেসবুক প্রদান করে। তবে কিুি ‍ টিপস প্রয়োগ করে নিরাপত্তা এড়ানো যায়। কারণ বাপের ও বাপ আছে। তাহলে বুঝতে পারছেন আজকেতর টিউনটি কি বিষয়ের উপর।
 ফেসবুকের সিকুরিটিযুক্ত ব্যক্তিগত ছবি দেখুন সম্পূর্ণ সাইজে
থালে এই অসাধারণ কাজটিকে সাধারণ করতে আপনাকে যা করতে হবে…….
যার ছবি দেখবেন সেই আইডটার টাইমলাইনে যান। প্রোফাইল পিকচারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করুন।
তারপর নতুন একটি উইন্ডো ওপেন করুন। নিচের ছবির মত
 ফেসবুকের সিকুরিটিযুক্ত ব্যক্তিগত ছবি দেখুন সম্পূর্ণ সাইজে
এখন নিচের ছবির মত শুধু ব্রাউজারের ইউ আর এল থেকে s160X160 এইটা রিমোভ করে দিন
 ফেসবুকের সিকুরিটিযুক্ত ব্যক্তিগত ছবি দেখুন সম্পূর্ণ সাইজে
কাজ শেষ এবার আপনি দেখতে পাবেন পূর্নাঙ্গ ছবিটি।
 ফেসবুকের সিকুরিটিযুক্ত ব্যক্তিগত ছবি দেখুন সম্পূর্ণ সাইজে
টিউনটি কারো কোথাও বুঝতে হলে কমেন্ট করবেন। তবে অামি মনে করি বুঝতে আপনাদের কোন সমস্যা হয়নি।
এই টিউনটি প্রথম প্রকাশিত হয়েছিল এখানে
 
Top