তুই, আমি আর তোরা গান এর লিরিকসহ Download Link
বন্ধু পথে বন্ধু হয়ে
ছায়াপথে আলো জ্বেলে
সূর্যটাকে বাঁচিয়ে
রেখে
জ্যোৎস্না গুলো রাঙিয়ে
দিয়ে
কল্পলোকে অবাক বিস্ময়ে
জেগে রবো তুই, আমি আর তোরা
হাসবো সাথে তুই, আমি আর তোরা ।
শুধু তুই, আমি আর তোরা ।
যখন রোদ পোড়াবে কঠিন
মেঘ ছায়া নামবে অঝোর
বৃষ্টি,
যখন অবুঝ শব্দ করবে
পুরনো সুর গান হয়ে
ফেরাবে
আলো আজকে এই ঘরে ।
যে আবেগেই থাকি না
কেনো
যে নতুন স্বপ্ন বিভোর
থাকে না কেনো,
কেনো জানি না একসাথে
আজ
তুই, আমি আর তোরা
হাসবো সাথে তুই, আমি আর তোরা ।
শুধু তুই, আমি আর তোরা ।
তুই, আমি আর তোরা
হাসবো সাথে তুই, আমি আর তোরা ।
শুধু তুই, আমি আর তোরা ।
জেগে রবো তুই, আমি আর তোরা
হাসবো সাথে তুই, আমি আর তোরা ।
শুধু তুই, আমি আর তোরা ।
http://www.mediafire.com/download/svzeseebunsebz5/Tui+Ami+R+Tora+By+Rafa+Vitamin+T+%282014%29+%28helpfulhub.com%29.mp3