হাই পারফরম্যান্স symphony Xplorer ZIV মোবাইলের দাম ফিচার ও রিভিউ দেখুন
এডিসন গ্রুপের প্রতিষ্ঠান সিম্ফোনী এবারে বাজারে এনেছে তাদের নতুন symphony Xplorer ZIV । অক্টাকোর প্রসেসরের এই স্মার্টফোনটির একটি উল্লেখযোগ্য দিক হলো এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের আপগ্রেডেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ব্যবহার করা হয়েছে। যারা বড় স্ক্রীনের ফোন পছন্দ করেন সেই সাথে চান শক্তিশালী পারফরম্যান্স তাদের জন্য বেশ মানানসই হতে পারে ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লের symphony Xplorer ZIV, এর ডিসপ্লের রেজ্যুলেশন ১২৮০x১৯২০ পিক্সেল। উল্লেখ্য এটি দেশের বাজারে চতুর্থ অক্টাকোর স্মার্টফোন। দেশীয় বাজারের অন্যান্য অক্টাকোর স্মার্টফোনসমূহ সম্পর্কে জানতে পড়ুন দেশীয় বাজারের অক্টাকোর স্মার্টফোনসমূহ১.৭ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরের এক্সপ্লোরার জেড ৪ স্মার্টফোনটিতে জিপিউ হিসেবে মালি-৪৫০ ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ফোনে ২ গিগাবাইটের র্যামের পাশাপাশি রয়েছে ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী। symphony Xplorer ZIV এর রিয়ার ক্যামেরা হলো ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এর ক্যামেরায় রয়েছে অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, ফেস বিউটি, প্যানোরোমা প্রভৃতি সুবিধা । আর ‘সেলফি’ তোলা কিংবা ভিডিও কল – যেটিই আপনার পছন্দ হোকনা কেনো এই ফোনে আপনি পাচ্ছেন ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটি হিসেবে এই ফোনে আছে ব্লুটুথ ৪.০, ওয়্যারলেস ডিসপ্লে, এনএফসি প্রযুক্তি, আছে ওয়াইফাই ডাইরেক্ট, রয়েছে জিপিএস নেভিগেশন সুবিধাও ! সেন্সর হিসেবে এই ফোনে প্রক্সিমিটি সেন্সর, গাইরোস্কোপ, এক্সেলেরোমিটার, গ্র্যাভিটি, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস), অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর প্রভৃতি প্রয়োজনীয় সেন্সর ব্যবহৃত হয়েছে। এসবের পাশাপাশি এতে স্মার্ট জেশ্চার সুবিধাও বিদ্যমান। আর এতে OTG(USB On The Go) সুবিধাতো আছেই, ফলে আপনি এই ফোনে ওটিজি ক্যাবলের সাহায্যে কীবোর্ড, মাউস, পেনড্রাইভ প্রভৃতি নানা ইউএসবি ডিভাইস যুক্ত করতে পারবেন।
এই ফোনটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর ব্যাটারী। স্মার্টফোন ব্যবহারকারীমাত্রই এর ব্যাটারী ব্যাকআপ নিয়ে চিন্তিত থাকেন। আর তাইতো ব্যবহারকারীরা যেন দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ পান সেই লক্ষ্যে Xplorer ZIV এ ২,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহৃত হয়েছে। ফলে আপনি অনায়াসেই দীর্ঘক্ষণ মুভি দেখতে পারবেন, গেম খেলতে পারবেন, আরো পারবেন নিশ্চিন্তে ইন্টারনেট চালাতে !
একনজরে symphony Xplorer ZIV এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
- অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
- ৫.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
- মালি-৪৫০ জিপিউ
- ১.৭ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর
- ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
- ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
- ২ গিগাবাইটের র্যাম
- ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী
- Operating System: Android 4.4.2 Kitkat
- 5.5″ IPS FHD Display
- FHD(1920*1280)
- Camera:13 MP + 5 MP
- 1.7 GHz Octa Core
- RAM 2 GB & ROM 16 GB
- 3G Network,EDGE,Wi-Fi,GPS
- Wireless display
- Smart gesture
- Dual micro SIM
- G-sensor, Light sensor, Accelerometer sensor, Magnetic sensor, Gyro sensor, Direction sensor, Proximity Sensor, Linear acceleration sensor
- OTG support