কম্পিউটারকে অনেক বেশী নিরাপদ রাখতে – কনসল রুট
কনসল রুট এর মাধ্যমে আপনার উইন্ডোজ কম্পিউটারকে আপনি
অনেক বেশী নিরাপদ রাখতে পারেন। যেমন সিডি রম ব্যবহার করতে না দেওয়া,
সফটওয়্যার সেট্ আপ করতে না দেওয়া বা control panel দেখতে না দেওয়া। এ রকম
অনেক কিছুই করা সম্ভব।
- winkey+R অথবা start>Run প্রথমে রান অপশনে আসুন এরপর mmc টাইপ করে ok করুন।
- Console1 নামে একটি উইন্ডো আসবে,
- এইবার ফাইল অপসনে click করে “add/removed snap in..” এ click করতেই তা খুলবে এবার এড বাটনে ক্লিক করুন।
- দেখুন নতুন একটি উইন্ডো আসছে ,যাতে অনেক অপশন দেওয়া আছে এবার চলে আসুন “Group Policy Object Editor”এ দুইবার ক্লিক করে বা এড বোতামে click করে ফিনিস্ করুন।“add standalone Snap-in” উইন্ডো টি বন্ধ করুন এবং “add/remove Snap-in” ok করতেই আপনার কনসল রুট এ “Local computer policy” দেখা যাবে যাতে আছে “computer configuration” আর “User configuration” আপনি “User configuration” click করে “administrative Templates” চলে আসুন,এখানে ৭টা অপশন দেখতে পাবেন ।
- এবার আপনার পছন্দের ফোল্ডারে ক্লিক করুন। যেমন, আমি পছন্দ করলাম control Panel এর add or remove programs, বামে setting তা icon দেখা যাচ্ছে।
- এবার setting এর পছন্দের অপসনের icon এ ডবল ক্লিক করলেই পেয়ে যাবেন setting properties যেখানে থাকবে তিনটি অপসন্ 1. Not configured, 2.Enabled, 3. Disabled
- এবার আপনার পছন্দের অপসনে ক্লিক করে ok করুন।
- এরপর “Console1” উইন্ডো টি save “না” করে বের হয়ে আসুন।