৫ ইঞ্চি স্ক্রিন ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে ‘এলজি জি৩ বিট’
কোরিয়ান ইলেকট্রনিকস কোম্পানি এলজি তাদের ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন এলজি জি৩ এর মিনি ভার্সন বাজারে আনার ঘোষণা দিয়েছে। জি৩ বিট নামের এই হ্যান্ডসেটে মূল জি৩ এর ডিজাইন পাওয়া গেলেও স্বাভাবিকভাবেই এর স্পেসিফিকেশন ও দাম কিছুটা কম হবে।
এলজি জি৩ বিটে পাবেন ৫ ইঞ্চি স্ক্রিন, যা মূল জি৩ ফোনের ৫.৫ ইঞ্চি স্ক্রিনের চেয়ে কিছুটা ছোট। নতুন এই সেটটি চলবে এন্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর কোয়ালকম স্নাপড্রাগন প্রসেসর, ১জিবি র্যাম, ৮জিবি স্টোরেজ প্রভৃতি।
এলজি জি৩ বিট স্মার্টফোনের ব্যাক ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ১.৩ মেগাপিক্সেল সেন্সর সমৃদ্ধ। মূল এলজি জি৩’র ব্যাক ক্যামেরা ছিল ১৩.১ মেগাপিক্সেল ও ফ্রন্ট ২.১ মেগাপিক্সেল।
তবে জি৩’র মূল ফিচারগুলো প্রায় সবই পাওয়া যাবে বিট ভার্সনে। জি৩ বিটে থাকছে লেজার অটো ফোকাস, টাচ অ্যান্ড শট, জেশ্চার শট, স্মার্ট কিবোর্ড এবং কুইকমেমো প্লাস।
মেটালিক ব্ল্যাক, সিল্ক হোয়াইট ও শাইন গোল্ড রঙে ১৮ জুলাই থেকে কোরিয়ায় বিক্রি শুরু হবে এলজি জি৩ বিট। এরপর ইউরোপ, রাশিয়াসহ অন্যান্য মার্কেটে পাওয়া যাবে ডিভাইসটি।
মূল্য-৩৭,০০০ টাকা
মিড রেঞ্জের এলজি G3 বিট
সর্বশেষ আপডেট:
(প্রিয় টেক) এলজি জি৩ এর পর এবার তারা ঘোষণা করেছে একটি মিড রেঞ্জের স্মার্টফোন জি৩ বিট। এটা LG G3 S নামেও পরিচিত।
মূলত ২০১৪'র মে মাসে ঘোষণা দেয়া এলজি'র বর্তমান ফ্ল্যাগশিপ স্মার্টফোন LG G3 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি। যেখানে জি৩ এর মূল্য অত্যধিক এবং হাই-এন্ড এর স্মার্টফোন সেখানে জি৩ বিট এর মূল্য তুলনামূলকভাবে প্রায় অর্ধেক। এর কনফিগারেশনও মূল্য অনুযায়ী কমিয়ে আনা হয়েছে।
শক্তিশালী ব্যাটারি লাইফ ও ১ গিগাবাইট র্যাম
সম্পন্ন স্মার্টফোনটির ওজন ১৩৪ গ্রাম। এটা পাওয়া যাবে মেটালিক ব্ল্যাক,
সিল্ক হোয়াইট এবং শাইন গোল্ড রঙে। আরও ২ টি রঙেও এটা পাওয়া যাবে। বোদ্ধারা
এখন পর্যন্ত ২৫৪০ মিলিঅ্যাম্পিয়ারের অপসারণযোগ্য ব্যাটারির খবর পেয়ে
সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে ব্যবহারের পর বোঝা যাবে আসল কাহিনী।
আজ থেকে সাউথ কোরিয়ার বাজারে এটার বিক্রয় শুরু হবে এবং এ সপ্তাহের ভেতর অন্যান্য দেশেও এটা পাওয়া যাবে। এর মূল্য ৩৫০ ইউরো বা ৩৭,০০০ টাকার মত।
মূলত ২০১৪'র মে মাসে ঘোষণা দেয়া এলজি'র বর্তমান ফ্ল্যাগশিপ স্মার্টফোন LG G3 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি। যেখানে জি৩ এর মূল্য অত্যধিক এবং হাই-এন্ড এর স্মার্টফোন সেখানে জি৩ বিট এর মূল্য তুলনামূলকভাবে প্রায় অর্ধেক। এর কনফিগারেশনও মূল্য অনুযায়ী কমিয়ে আনা হয়েছে।
কী থাকছে LG G3 Beat এ
প্রসেসর | কোয়াড কোর ১.২ গিগাহার্জ কর্টেক্স এ৭, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ |
র্যাম | ১ গিগাবাইট |
জিপিউ | অ্যাড্রিনো ৩০৫ |
ডিসপ্লে | ৫ ইঞ্চি |
ক্যামেরা | ৮ মেগাপিক্সেল রিয়ার, ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট |
স্টোরেজ | ৮ গিগাবাইট ইন্টারনাল |
ব্যাটারি | ২৫৪০ মিলিঅ্যাম্পিয়ার |
অপারেটিং সিস্টেম | অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট |
আজ থেকে সাউথ কোরিয়ার বাজারে এটার বিক্রয় শুরু হবে এবং এ সপ্তাহের ভেতর অন্যান্য দেশেও এটা পাওয়া যাবে। এর মূল্য ৩৫০ ইউরো বা ৩৭,০০০ টাকার মত।
মিড রেঞ্জের এলজি G3 বিট
সর্বশেষ আপডেট:
(প্রিয় টেক) এলজি জি৩ এর পর এবার তারা ঘোষণা করেছে একটি মিড রেঞ্জের স্মার্টফোন জি৩ বিট। এটা LG G3 S নামেও পরিচিত।
মূলত ২০১৪'র মে মাসে ঘোষণা দেয়া এলজি'র বর্তমান ফ্ল্যাগশিপ স্মার্টফোন LG G3 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি। যেখানে জি৩ এর মূল্য অত্যধিক এবং হাই-এন্ড এর স্মার্টফোন সেখানে জি৩ বিট এর মূল্য তুলনামূলকভাবে প্রায় অর্ধেক। এর কনফিগারেশনও মূল্য অনুযায়ী কমিয়ে আনা হয়েছে।
শক্তিশালী ব্যাটারি লাইফ ও ১ গিগাবাইট র্যাম
সম্পন্ন স্মার্টফোনটির ওজন ১৩৪ গ্রাম। এটা পাওয়া যাবে মেটালিক ব্ল্যাক,
সিল্ক হোয়াইট এবং শাইন গোল্ড রঙে। আরও ২ টি রঙেও এটা পাওয়া যাবে। বোদ্ধারা
এখন পর্যন্ত ২৫৪০ মিলিঅ্যাম্পিয়ারের অপসারণযোগ্য ব্যাটারির খবর পেয়ে
সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে ব্যবহারের পর বোঝা যাবে আসল কাহিনী।
আজ থেকে সাউথ কোরিয়ার বাজারে এটার বিক্রয় শুরু হবে এবং এ সপ্তাহের ভেতর অন্যান্য দেশেও এটা পাওয়া যাবে। এর মূল্য ৩৫০ ইউরো বা ৩৭,০০০ টাকার মত।
মূলত ২০১৪'র মে মাসে ঘোষণা দেয়া এলজি'র বর্তমান ফ্ল্যাগশিপ স্মার্টফোন LG G3 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি। যেখানে জি৩ এর মূল্য অত্যধিক এবং হাই-এন্ড এর স্মার্টফোন সেখানে জি৩ বিট এর মূল্য তুলনামূলকভাবে প্রায় অর্ধেক। এর কনফিগারেশনও মূল্য অনুযায়ী কমিয়ে আনা হয়েছে।
কী থাকছে LG G3 Beat এ
প্রসেসর | কোয়াড কোর ১.২ গিগাহার্জ কর্টেক্স এ৭, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ |
র্যাম | ১ গিগাবাইট |
জিপিউ | অ্যাড্রিনো ৩০৫ |
ডিসপ্লে | ৫ ইঞ্চি |
ক্যামেরা | ৮ মেগাপিক্সেল রিয়ার, ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট |
স্টোরেজ | ৮ গিগাবাইট ইন্টারনাল |
ব্যাটারি | ২৫৪০ মিলিঅ্যাম্পিয়ার |
অপারেটিং সিস্টেম | অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট |
আজ থেকে সাউথ কোরিয়ার বাজারে এটার বিক্রয় শুরু হবে এবং এ সপ্তাহের ভেতর অন্যান্য দেশেও এটা পাওয়া যাবে। এর মূল্য ৩৫০ ইউরো বা ৩৭,০০০ টাকার মত।