আজ থেকে ৬ বছর আগে,
১২ অক্টোবর, আমার কাছে জানতে চেয়েছিলা – আমি তোমাকে কি শুধু ফ্রেন্ড ভাবি নাকি অন্য কিছু ভাবি। সেদিন আমি কিছুই বলতে পারি নাই,কেন জানো যদি তুমি না বলতে তাহলে আমি সেটা সহ্য করতে পারতাম না। আমার খুব ইচ্ছা করছিল চিৎকার করে বলি –আমি তোমাকে ভালবাসি,অনেক ভালবাসি।১৫ অক্টোবর, তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলার মত সাহস আমার নাই। তোমার চোখের দিকে তাকালে আমার সবকিছু উলটা পাল্টা হয়ে যাই । তোমার ওই চোখ দুটা যে আমার অনেক পছন্দের । তুমি কি জানো তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই আমি তোমার ওই মায়াবি দু চোখের প্রেমে পরেছি।
বুঝতে পারছিনা, আমাকে কি বলতে চাও তুমি , খুব tension হচ্ছে। তুমি কি বুঝতে পারছনা আমার ভেতর কি হচ্ছে। এত দিনের ফ্রেন্ডশিপ এ তুমি কি একবার ও বুঝতে পারনি ,আমি তোমারে কতটা ভালোবাসি।
শেষ পর্যন্ত , বলেই দিলা ,আমি যে কথা শোনার জন্যে এত দিন ওয়েট করেছি। কি করব বুঝতে পারছিনা ,খুব কান্না করতে ইচ্ছা করছে ।
আজ ১৫ অক্টোবর ২০১৪
হইতবা দিনটার কথা ভুলেই গেছো । কথা দিয়েছিলা পৃথিবীর যে প্রান্তেই থাকো আজকের দিন টাতে আমার সাথে দেখা করবে। মনে হই তুমি ভুলে গেছো। আমি কেন ভুলতে পারি না। মাঝে মাঝে নিজের ওপর অনেক রাগ হই। ইচ্ছে করে নিজেকে শেষ করে দেই।
জানো আমি আর টিপ পরি না। তোমার সামনে সবসময় টিপটা বাঁকা করে পরে যেতাম কেন জানো ,তুমি যে অনেক ভালোবাসা নিয়ে আমার টিপটা ঠিক করে দিতে। তোমার কি মনে আছে প্রথম কবে তুমি আমর টিপ ঠিক করে দিয়েছিলা এক ফ্রেন্ডশিপ ডে তে। টিপ টা আমি আজ ও যত্নও করে রেখেছি। কেন জানো ওখানে যে তোমার তোমার স্পর্শ আছে।
তুমি যদি একবার আমার ডাইরি টা দেখেতে তাহলে বুঝতে পারতে আজ ও তোমারে কতটা ভালোবাসি । সবকিছু ঝাপসা হইয়ে আসছে ,কিছু লিখতে পারছিনা। আজ ও খুব ইচ্ছা করছে চিৎকার করে বলি –আমি তোমাকে ভালবাসি,অনেক ভালবাসি।ভালবাসি শুধু তোমায়।