স্মার্টফোনে ফেসবুক চ্যাটের নির্দিষ্ট কিছু কথাবার্তা মুছে ফেলার কৌশল 

অনেক সময় স্মার্টফোনে ফেসবুক চ্যাটের নির্দিষ্ট কিছু কথাবার্তা মুছে ফেলার প্রয়োজন পড়ে। ফেসবুক মেসেজ বা চ্যাটের নির্দিষ্ট অংশ মুছতে এ ক্ষেত্রে কম্পিউটারের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপ থেকেই এই কাজটি করতে পারবেন।
দেখে নিন স্মার্টফোন বা ট্যাব থেকে ফেসবুক চ্যাটের নির্দিষ্ট অংশ যেভাবে ডিলিট করবেন।

ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করে যে মেসেজটি মুছতে চান, তাতে যান।

এবার মেসেজের বা চ্যাটের যে অংশটি মুছতে চান, সে অংশটি প্রেস এবং হোল্ড করে রাখুন ‘ডিলিট’-এর পপ আপ অপশনটি আসা পর্যন্ত। এবার সহজেই ডিলিট করে ফেলুন।

এ ছাড়া ফেসবুকের যেকোনো মেসেজ বা সবগুলো মেসেজ খুব সহজেই ডিলিট করা যায়। এজন্য ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করে যেগুলো মুছতে চান, সেগুলো বাঁ পাশ থেকে সোয়াইপ করে ডিলেট বাটন থেকে সহজেই মুছে ফেলতে পারেন।
 
Top