কনো সফটওয়্যার ছারাই ফেসবুকের সোর্স কোডিং থেকে খুজে দেখে নিন কে আপনার ফেসবুক প্রোফাইল ভিসিট করছে

আমাদের ফেসবুক প্রোফাইলে নিয়মিত কেউ না কেউ ভিজিট করছে। আপনাকে কেউ হয়তবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি কিংবা পাঠাতে ইতস্তত বোধ করছে আপনি সেটা জানেন না, এমনও হতে পারে আপনাদের খুব পছন্দের কেউ। আপনি যদি জানতে পারেন হয়তো অনেক কিছুই ঘটতে পারে। এই পোস্টটি ভালোভাবে খেয়াল করলে আপনি খুঁজে বের করতে পারবেন কারা আপনার প্রোফাইল ভিজিট করছে।
১| প্রথমে আপনার ফেইসবুক প্রোফাইল লগইন করুন।
২।  ctrl+u বাটনে চাপ দিন। দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়েছে।
৩। তারপর ctrl+f বাটনে চাপ দিন।  দেখেবেন একটি সার্চ বক্স  খুলে গেছে পেজটির  কোনায়। এখন সার্চ বক্সে  {“list”: লিখে কীবোর্ডের Enter চাপুন।

প্রোফাইল

৪। {“list”: এর পাশেই দেখবেন “123456789″ ধরনের কিছু নাম্বার দেখাচ্ছে। এটাই হল সেই আইডিদের কোড যারা আপনার প্রোফাইল ভিজিট করছে। সবার প্রথমেই যে আইডিটি থাকবে সেই আপনার প্রোফাইল সবচেয়ে বেশি ভিজিট করে। এরপর দ্বিতীয়, তৃতীয় এইভাবে।
৫।কিন্তু এই কোড দিয়ে কিভাবে তাদের প্রোফাইল চেক করবেন তাই ভাবছেন? কোডটি কপি করুন এবং বসিয়ে দিন এইভাবে https://www.facebook.com/123456789 । এইবার Enter চাপুন।
৬। Enter চাপার সাথে সাথেই দেখতে পাবেন কে কে আপনার প্রোফাইল ভিজিট করেছে।
একই ভাবে আপনি সবগুলো কোড চেক করে দেখতে পারেন কে কে আপনার প্রোফাইল ভিজিট করছে
 
Top