ইংরেজিতে কথা বলতে দক্ষ হয়ে উঠুন
বিশ্বায়নের এই যুগে শুধু মাতৃভাষায় পারদর্শী হওয়াটাই যথেষ্ট নয়। সমান
পারদর্শিতা থাকতে হবে আন্তর্জাতিক ভাষা ইংরেজীর উপরও। আজকাল কোথায় লাগে না
ইংরেজী! ভালো চাকুরি পেতে, ভালো প্রেজেন্টেশন দিতে এমনকি ক্রমশ পরিবর্তনশীল
সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলেও ইংরেজীতে দক্ষতা থাকতে হবে। আর এই
দক্ষতার একটি গুরুত্বপূর্ণ পরিমাপক হলো ইংরেজীতে স্বচ্ছন্দে কথা বলা।
অনেকেই
আছেন, খুব ভালো ইংরেজীতে লিখতে পারেন। ভালো বোঝেনও। কিন্তু কথা বলতে গেলেই
সবকিছু গুলিয়ে ফেলেন। চোখ-মুখ শুকিয়ে যায়। নিঃশাস দ্রুত হয়ে যায়।
নার্ভাসনেস ভর করে। এই ভীতি, এই নার্ভাসনেস একেবারে সমূলে দূর করা খুব কঠিন
কিছু নয়। শুধু কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আর লাগবে আত্মবিশ্বাস।ইংরেজীতে কথা বলার দক্ষতা বাড়াবেন যেভাবে
১) প্রশ্ন করুন। ইংরেজীতে কথা শুরু করার আগে নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে যে আপনি আসলে কি বলতে চান।• “What did you do next?”
• “Why do you say that?”
• “How did that happen?”
• “When did that happen?”
• “What did you say?”
• Where did that happen?”
• “How did you react?”
• “Did you like it?”
• “Do you recommend it?”
২) এক কথার কিছু উত্তর অথবা Exclamation ব্যবহার করুন।
• “Really?”
• “Wow, I can’t believe that.”
• “No way!”
• “Tell me more.”
• “Uh huh”
• “Oh No!”
• “That must have been fun.”
• “Right”
• “True”
• “Incredible”
• “Unbelievable”
• “Cool!”
• “That’s so funny.”
• “That’s great.”
• “Sounds interesting”
৩) শুধু কথা নয়, নিজের Body Language ব্যবহার করে Conversation এ নিজের আগ্রহ প্রকাশ করুন।
• Look at the person
• Smile
• Maintain eye-contact
• Nod your head
• Don’t cross your arms
• Don’t be distracted by your cell phone or other electronic devices
৪) শুধু “Yes” অথবা “No” বলে বক্তব্য শেষ করে দিবেন না। তাহলে Conversation খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনার নিজেকে Improve করার কোন সুযোগ থাকবে না। সবসময় এইসব প্রশ্নের মাধ্যমে Conversation শুরু করুন যাতে তা Elaborate হয়।
• “What…?”
• Who…?”
• “When…?”
• “How…?”
• “Why…?”
• “Where…?”
৫) Conversation এর সময় অন্য বক্তার কথার কিছু অংশ Repeat করে নিজের Conversation এ ব্যবহার করুন। তাহলে আপনার জন্য Conversation অনেকটাই সহজ মনে হবে।
যেমনঃ যদি অন্য বক্তা বলেন, “My trip to Mexico was great.” তখন আপনি বলবেন, “I’m glad your trip to Mexico was great.” আবার যদি বক্তা বলেন, “Our team won five games.” তখন আপনি বলবেন, “Five games!” এভাবে এগোতে হবে।
নিচে কিছু সম্ভাব্য প্রশ্ন এবং তাদের উত্তর দেওয়া হলোঃ
Example 1:
You asked: What are you going to do this weekend?
Person Answered: I am going to my Grandma’s house.
Possible Follow-Up Questions:
Does your grandma live close by?
Where does your grandma live?
What are you going to do at your grandma’s house?
How long will you visit you grandma for?
Example 2:
You asked: What did you do over the summer?
Person Answered: I went on vacation
Possible Follow-Up Questions:
Who did you go on vacation with? Did you go with your family?
Did you visit anyone?
Where did you go?
Was that the first time you went there?
How did you get there? Did you take a plane? Was it a long flight?
I’ve never been there before. Is it far away?
What did you do there?
Was there good weather?
Example 3:
You asked: Do you like soccer?
Person Answered: Yes, I love soccer.
Possible Follow-Up Questions:
What is your favorite team?
When did you start getting so into soccer?
Have you ever been to any great soccer games? Where? Who won? Was it a close game?
Do you have a favorite player? Why?
Did you play soccer when you were a kid? How long? Were you good?
Do you know where I could see a game around here?
Could you recommend any websites, podcasts, blogs, etc. about soccer?
আশা করছি, এই পদ্ধতিগুলো অনুসরণের মাধ্যমে আপনাদের ইংরেজীতে কথা বলার দক্ষতা অনেক বেশি উন্নত হবে। সবার জন্য শুভকামনা।