0

ব্যাকআপ রেখে নিন যাবতিয় ফোন নাম্বার এবং এসএমএস

আমি যেই কয়টা কারণে আইফোনের থেকে এন্ড্রয়েড ফোন বেশি পছন্দ করি, তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে এর ব্যাকআপ নেওয়া এতই সহজ যে আইফোনে যা করতে প্রচুর সময় এবং চিন্তার দরকার, সেখানে এন্ড্রয়েডে তা করা যায় মাত্র ২-৩ মিনিটেই। আজকে সেটাই ব্যাখ্যা করব যে সহজেই কি করে এন্ড্রয়েডের কয়েকটি অপশন ব্যবহার করেই আপনি আপনার মোবাইলের কন্টাক্টস এবং এসএমএস ব্যাকআপ রাখতে পারবেন।

mobile ব্যাকআপ

কন্টাক্ট ব্যাকআপ

১. কন্টাক্ট ব্যাকআপ করতে আপনার মোবাইলের কন্টাক্টসে যাবেন
২. অপশনস থেকে Import / Export Contacts সিলেক্ট করবেন
৪. এবার Import from SIM card সিলেক্ট করলে আপনার সিম কার্ডে থাকা সব কন্টাক্টস আপনার মোবাইল মেমরীতে চলে যাবে
৫. এবার আবার ১নং এবং ২নং  ধাপ করে Export to Storage সিলেক্ট করবেন
৬. এবার একটা উইন্ডো আসবে এতে OK ক্লিক করলেই ব্যাকআপ নেওয়া শুরু করবে
ব্যাস, আপনার মোবাইলের মেমরী কার্ডে আপনার সব কন্টাক্ট ব্যাকআপ চলে গেল। এবার আপনার কাজ আপনার মেমরী কার্ড থেকে ঐ ব্যাকআপটি কম্পিউটারে কপি করে নেওয়া। আর পরে যদি ব্যাকআপ থেকে নম্বর গুলি রি-স্টোর করতে চান বা অন্য কোন ফোনে নিতে চান, তাহলে ঐ ফাইলটি মেমরী কার্ডে নিয়ে ১নং এবং ২নং স্টেপে গিয়ে Import from storage এ ক্লিক করে ঐ ফাইলটি দেখিয়ে দিলেই কাজ শেষ, মোবাইল একা একাই ঐ নম্বরগুলির সব স্টোর করে নিবে।

Post a Comment

 
Top