0

নতুন হার্ডওয়্যার সেটাপ দিলে যে সমস্যা তারসমাধান

কম্পিউটারের DDR2 ও DDR3 RAM সম্পর্কে জেনে নিন

যখন আপনাদের পিসি তে নতুন হার্ডওয়ার সেটআপ করেন যেমন RAM,HDD,Processor,GPU,
তখন প্রথম স্টার্টআপ এই দেখা যায়ে একটা ম্যাসেজ… “CMOS Settings Wrong”
লেখাটি পোস্ট স্ক্রীন* এ আসবে।
এক্ষেত্রে উইন্ডোজ বুট করবে না।
এখন যা করবেন,

# যদি F1 Press করতে বলে তবে তা করুন।

#অথবা বুট সেটিংস্‌ এ যান
  (Computer Startup এর সময় যে Screen Show করে তাই Post Screen এবং এটি প্রদর্শনকালে Del Press করলে BIOS Setup অপশন পাওয়া যায়ে*)
#বুট সেটিংস্‌ এ গিয়ে F9 press করে Load default settings করে দিন।
#Save করে Esc চাপুন।
এটা কাজ করবে।
ধন্যবাদ

Post a Comment

 
Top