ফেসবুকে লাইক বক্স যুক্ত করার পদ্ধতি(হেডার ও পোস্টসহ)
স্টেপ-১: প্রথমে নিচের লিনঙ্কে লগইন করতে হবে।
স্টেপ-২: তারপর যে পেজ আসবে তার ২য় অংশে ৩টি বক্স ও ৩টি টিকমার্ক অপসন দেখা যাবে। এখান প্রথম Facebook Page URL এর নিচের বক্সে https://www.facebook.com/facebook লেখা থাকবে। এখান থেকে শেষের facebook মুছে দিয়ে তার জায়গায় আপনার ফেসবুক পেজের user name বা পেজ ID লিখতে হবে।
স্টেপ-৩: এখন Width এর নিচের বক্সে নিজের পছন্দমত 150 থেকে 500 এর মধ্যে যেকোন সংখ্যা বসান।
স্টেপ-৪: এখন Height এর নিচের বক্সে নিজের পছন্দমত 150 থেকে 500 এর মধ্যে যেকোন সংখ্যা বসান।
স্টেপ-৫: এখন Show Friend's Faces এ টিকমার্ক দিন এবং চাইলে Show Page Posts এ টিকমার্ক দিন।
স্টেপ-৫: এখন এর নিচে লাইক বক্সের একটি প্রিভিউ দেখাবে। এই প্রিভিউর নিচে Get Code বাটন দেখা যাবে। এই বাটনে ক্লিক করলে নতুন একটি ডায়লোগ বক্স ওপেন হবে এবং এই বক্সে আবার দুইটি অংশে ২টি কোড প্রকাশ করবে।
স্টেপ-৬: এখন ১ম Code টি কপি করে আপনার ব্লগ একাউন্ট লগইন করে Lay out এ ক্লিক করে ডান পাশ থেকে Add widget এ ক্লিক করে নিচের দিকে drop down মেনু থেকে Add Javascript অপসন এর পাশে প্লাস(+) চিহ্নের উপর ক্লিক করে Title এর ঘরে যেকোন নাম দিয়ে এর নিচের ঘরে পেস্ট করতে হবে। আবার ২য় Code টি কপি করে
১ম কোডের নিচে পেস্ট করতে হবে।
স্টেপ-৭: এখন নিচর Save বাটনে ক্লিক করে তারপর Save Arrangement ক্লিক করতে হবে। এখন উপরে View Blog এ ক্লিক করেলে নতুন ট্যাব ওপেন হবে। সেখানে ব্লগে লাইক বক্স ফেসবুকের পেজের পোস্টসহ দেখা যাবে।
ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করুন।
ধন্যবাদ।
Post a Comment