0

 ইউটিউবে ভিডিও দেখুন আরও সহজে 

 


ইন্টারনেটে ভিডিও দেখার ক্ষেত্রে যে ওয়েবসাইটের নামটি প্রথমেই আসে, সেটি হল ইউটিউব। রিভিউ থেকে শুরু করে টিউটোরিয়াল কিংবা অন্য যেকোনো ধরণের ভিডিও, সবই আছে ইউটিউবে।
অন্যান্য ওয়েবসাইটের মত ইউটিউবেও আছে বেশকিছু শর্টকাট। আর এর মাধ্যমে একটি ভিডিও দেখা কিংবা ভিডিও দেখার সময় আনুষঙ্গিক কিছু কাজ আরও দ্রুত করা সম্ভব।
আপনাদের জন্য আজ এমনই কিছু শর্টকাট তুলে ধরা হল:
  • J: ভিডিও দেখার সময় এই বাটন চাপলে ১০ সেকেন্ড পেছন থেকে আবার দেখা যাবে
  • K: ভিডিও প্লে কিংবা পজ করার জন্য রয়েছে এই বাটনটি
  • L: ভিডিও ১০ সেকেন্ড ফরওয়ার্ড করা যায় এই বাটনটি চেপে
  • M: মিউট করার জন্য আছে M বাটন
এছাড়া আরও কিছু শর্টকাট আছে যা কেবল ভিডিও প্লেয়ারের উপর ক্লিক করার পর কার্যকর হয়।
  • লেফট/ রাইট অ্যারো: ভিডিও ৫ সেকেন্ড ফরওয়ার্ড হবে এই বাটন চাপলে
  • আপ/ডাউন অ্যারো: ভলিউম কমানো কিংবা বাড়ানো যাবে এই দুটি কী ব্যবহার করে
  • 1 থেকে 9 কী: ভিডিওর ১০% থেকে ৯০% পর্যন্ত স্কিপ করা যাবে এসকল বাটন প্রেস করে
  • Home: এই বাটন চাপলে ভিডিও একেবারে প্রথম থেকে শুরু হবে
  • End: এই বাটন প্রেস করলে ভিডিও একেবারে শেষের দিকে চলে যাবে
  • F: পুরো ডিসপ্লে জুড়ে ভিডিও দেখতে চাইলে প্রেস করুন এই বাটনটি
  • Esc: ফুলস্ক্রিন মোড বন্ধ করতে রয়েছে এই বাটন

Post a Comment

 
Top