0

 ঘাস ফুল


যদি ঘাস ফুল হয়ে বেঁচে থাকতাম!
    সবুজ ঘাসের গালিচায় বাতাসে উড়ে বেড়াতাম-
    এ ঘাস থেকে ও ঘাস মাটির নির্যাস।

যদি ঘাস ফুল হয়ে বেঁচে থাকতাম!
    বর্ষায় সিক্ত মাটিতে ডুব দিতাম-
    জীবনের কষ্টগুলো মানুষের মাঝে রেখে।
পড়ন্ত বিকেলে রক্তিম আভায় রাঙিয়ে নিতাম
     আমার যত না পাওয়ার বেদনাকে-
     কখনও বা শালিকের ঠোঁটের স্পর্শে।

যদি ঘাস ফুল হয়ে বেঁচে থাকতাম।
    যত দূরে চলে যেতে তত কাছে আসতাম-  
    বারবার খেলে যেতাম তোমার ঘাস ছেঁড়া খেলার আঙ্গুলে।
উড়ে উড়ে বারে বারে তোমার চুলের গন্ধে ভেসে যেতাম।
    যত ঠেলে দিতে দূরে-তত আরও ভেসে-
    ফিরে ফিরে আসতাম তোমার অগোচরে।

যদি ঘাস ফুল হয়ে বেঁচে থাকতাম।
    রৌদ্র-বাতাসের আলিঙ্গনে নিজেকে ভাসাতাম,
    আনন্দ-কষ্ট দূরে ফেলে তোমাকেই চিনে নিতাম-
                   যদি ঘাস ফুল হতাম!

Post a Comment

 
Top