অপারেটরটির সম্প্রতি গ্রাহকদের জন্য এমন একটি অফার চালু করেছে, যাতে
প্রতি দিন আট টাকায় ৩০ এমবি ব্যান্ডউইথ বিশেষভাবে ভাইবারের জন্য বরাদ্দ
দেওয়া হবে।
ভাইবার হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) যেটির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গায় বাড়তি কোনো খরচ ছাড়াই কথা বলা সম্ভব। তবে এ সেবা পাওয়ার জন্য গ্রাহককে থ্রিজি নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে বলে জানিয়েছেন বাংলালিংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, তারাই প্রথমবারের মতো দেশে ভাইবার সংক্রান্ত ব্যান্ডউইথ বিক্রি শুরু করলেন। এর মধ্যে দেশের মোবাইল সেবার ক্ষেত্রে নতুন ধারা যুক্ত হল বলেও দাবি করেন তিনি। ইতিমধ্যে প্যাকেজটি যথেষ্ট সাড়া ফেলেছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
এর আগে হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের জন্য এক সঙ্গে ব্যন্ডউইথ বিক্রি করেছে বাংলালিংক।
সূত্র জানিয়েছে, এ প্যাকেজের আওতায় কেউ ব্যান্ডউইথ কিনলে তা ভাইবার ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না।
তবে এক দিনে নির্দিষ্ট পরিমান ব্যন্ডউইথ শেষ হলে গেলে তখন প্রতি দশ কিলোবাইট ১৫ পয়সায় কেনা যাবে।
*২২২*১*৩৪# ডায়াল করে যে কোনো প্রিপেইড গ্রাহক এ সেবা নিতে পারবেন। তবে পোস্ট পেইড গ্রাহকরা এ সুবিধা পাবেন না।
বাংলালিংক জানিয়েছেন, সামনের দিনে অপারেটরটি এ ধরণের আরও নতুন সেবা নিয়ে আসতে কাজ করছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।
তথ্য সুত্র ও সংরহঃ www.newsbengali.com
ভাইবার হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) যেটির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গায় বাড়তি কোনো খরচ ছাড়াই কথা বলা সম্ভব। তবে এ সেবা পাওয়ার জন্য গ্রাহককে থ্রিজি নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে বলে জানিয়েছেন বাংলালিংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, তারাই প্রথমবারের মতো দেশে ভাইবার সংক্রান্ত ব্যান্ডউইথ বিক্রি শুরু করলেন। এর মধ্যে দেশের মোবাইল সেবার ক্ষেত্রে নতুন ধারা যুক্ত হল বলেও দাবি করেন তিনি। ইতিমধ্যে প্যাকেজটি যথেষ্ট সাড়া ফেলেছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
এর আগে হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের জন্য এক সঙ্গে ব্যন্ডউইথ বিক্রি করেছে বাংলালিংক।
সূত্র জানিয়েছে, এ প্যাকেজের আওতায় কেউ ব্যান্ডউইথ কিনলে তা ভাইবার ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না।
তবে এক দিনে নির্দিষ্ট পরিমান ব্যন্ডউইথ শেষ হলে গেলে তখন প্রতি দশ কিলোবাইট ১৫ পয়সায় কেনা যাবে।
*২২২*১*৩৪# ডায়াল করে যে কোনো প্রিপেইড গ্রাহক এ সেবা নিতে পারবেন। তবে পোস্ট পেইড গ্রাহকরা এ সুবিধা পাবেন না।
বাংলালিংক জানিয়েছেন, সামনের দিনে অপারেটরটি এ ধরণের আরও নতুন সেবা নিয়ে আসতে কাজ করছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।
তথ্য সুত্র ও সংরহঃ www.newsbengali.com