৪র্থ প্রজন্মের ডেস্কটপ পিসির কনফিগার এবং বাজার দর। সাথে কিছু টিপস্।
আসসালামুআলাইকুম। টেকপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সৃষ্টিকর্তা আল্লাহ্ তাআলার দয়ায় সবাই অনেক বেশী ভালো আছেন। আজকে ডেস্কটপ পিসির জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কোর আই সিরিজের 4th Generation দিয়ে ডেস্কটপ পিসির কনফিগার এবং বর্তমান বাজার দর নিয়ে লিখতে বসলাম। ৪র্থ প্রজন্মের প্রসেসরে ক্লক স্পীড, কোর, কেশ মেমরি, গ্রাফিক্স মোটকথা সবদিক থেকে অনেক বেশী দ্রুত গতির করে তৈরী করা হয়েছে।
আমরা যেখানে ৪র্থ প্রজন্মের হার্ডওয়্যারকে ব্যাপকভাবে ছড়াতে এখনো পারেনি, সেখানে ইন্টেল তাদের ৫ম প্রজন্মের হার্ডওয়্যার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। যাইহোক, আমাদেরকে আমাদের মতো করেই চলতে হবে।
আমরা পিসি কেনার ক্ষেত্রে যে জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিবোঃ
১. বর্তমানে যে প্রজন্মের প্রসেসর এবং মাদারবোর্ড বাজারে আছে তা ক্রয় করা।
২. পিসির কনফিগার করতে গিয়ে প্রতিটি হার্ডওয়্যার সঠিকভাবে নির্বাচন করা।
৩. মৌলিক পার্টসগুলোর ক্ষেত্রে অবশ্যয়ই ব্র্যান্ডের কদর করতে হবে।
৪. ওয়ারেন্টি যেহেতু একটি গুরুত্বপূর্ন বিষয় তাই বিক্রেতা থেকে প্রতিটি পার্টসের ওয়ারেন্টি নিশ্চিত হয়ে নিন।
৫. বাজার দর যাচাই করে ক্রয় করুন, কম দামে জিনিস ক্রয় করে উল্লাসিত হবেন না, কারন অসাধু ব্যবসায়ীরা চ্যানেল – নন চ্যানেল মিশিয়ে আপনাকে ভালো ভাবে ওয়ারেন্টি সাপোর্ট নাও দিতে পারে, যারা এর মধ্যে থেকেও ভালো সাপোর্ট দেয় তাদের কথা স্বতন্ত্র।
আপনার সামর্থ্য এবং প্রয়োজনের খাতিরে আমি তিনটি ধাপে কনফিগারটি দিলাম যাতে করে অনেকের সুবিধা হবে।
Core i3 4th Generation (Average Configure)
প্রসেসরঃ
Intel Core i3-4130 3.4GHz (2 Cores 3MB Cache) – তিন বছর ওয়ারেন্টিমাদারবোর্ডঃ
Gigabyte GA H81M Motherboard (Ram Expand up to 16GB DDR3 1600/1333) – তিন বছর ওয়ারেন্টির্যামঃ
Twinmoss/Transcend/Apacer 4GB DDR3 1600MHz – লাইফটাইম ওয়ারেন্টিহার্ডডিস্কঃ
Toshiba/WD/Samsung 500GB HDD – দুই বছর ওয়ারেন্টিডিভিডি রাইটারঃ
Asus/Samsung 24x DVD RW – ১ বছর ওয়ারেন্টিক্যাসিংঃ
Space/Gigabyte Thermal Casing With Good Power Supplyমনিটরঃ
Dell/Samsung 18.5 inch LED – তিন বছরের ওয়ারেন্টিকিবোর্ডঃ
A4 Tech/Delux USB/PS2 Keyboardমাউসঃ
A4 Tech/Delux USB/PS2 Mouseবাজার দরঃ
দাম ৩৩৫০০৳ (বাজার দর সর্বদাই পরিবর্তনীয়)Core i5 4th Generation (Medium Configure)
প্রসেসরঃ
Intel Core i5-4570 3.2GHz Turbo 3.6GHz (4 Cores 6MB Cache) – তিন বছর ওয়ারেন্টিমাদারবোর্ডঃ
Gigabyte GA H81M Motherboard (Ram Expand up to 16GB DDR3 1600/1333) – তিন বছর ওয়ারেন্টির্যামঃ
Twinmoss/Transcend/Apacer 4GB DDR3 1600MHz – লাইফটাইম ওয়ারেন্টিহার্ডডিস্কঃ
Toshiba/WD/Samsung 1TB(1024GB) HDD – দুই বছর ওয়ারেন্টিডিভিডি রাইটারঃ
Asus/Samsung 24x DVD RW – ১ বছর ওয়ারেন্টিগ্রাফিক্স কার্ডঃ
nVidia/ATI Redeon 2GB Graphics – ১ বছর ওয়ারেন্টিক্যাসিংঃ
Space/Gigabyte Thermal Casingপাওয়ার সাপ্লাইঃ
Gigabyte/Thermal Tech Power Supply – দুই বছর ওয়ারেন্টিমনিটরঃ
Dell/Samsung 18.5 inch LED – তিন বছরের ওয়ারেন্টিকিবোর্ডঃ
A4 Tech/Delux USB/PS2 Keyboardমাউসঃ
A4 Tech/Delux USB/PS2 Mouseবাজার দরঃ
দাম ৪৭৮০০৳ (বাজার দর সর্বদাই পরিবর্তনীয়)বি: দ্র: Average থেকে Medium কনফিগারে নতুন করে যা যোগ হয়েছে: Intel Core i5, 1TB HDD, 2GB Graphics, Extra Power Supply
Core i7 4th Generation (Extreme Configure)
প্রসেসরঃ
Intel Core i7-4770 3.4GHz Turbo 3.9GHz (4 Cores 8MB Cache) – তিন বছর ওয়ারেন্টিমাদারবোর্ডঃ
Gigabyte GA B85M Motherboard (Ram Expand up to 32GB DDR3 1600/1333) – তিন বছর ওয়ারেন্টির্যামঃ
Twinmoss/Transcend/Apacer 8GB DDR3 1600MHz – লাইফটাইম ওয়ারেন্টিহার্ডডিস্কঃ
Toshiba/WD/Samsung 2TB (2048GB) HDD – দুই বছর ওয়ারেন্টিডিভিডি রাইটারঃ
Asus/Samsung 24x DVD RW – ১ বছর ওয়ারেন্টিগ্রাফিক্স কার্ডঃ
nVidia/ATI Redeon 4GB Graphics – ১ বছর ওয়ারেন্টিক্যাসিংঃ
Space/Gigabyte Thermal Casingপাওয়ার সাপ্লাইঃ
Gigabyte/Thermal Tech Power Supply – দুই বছর ওয়ারেন্টিমনিটরঃ
Dell/Samsung 21.5 inch LED – তিন বছরের ওয়ারেন্টিকিবোর্ড এবং মাউসঃ
A4 Tech Wireless Keyboard & Mouseবাজার দরঃ
দাম ৭২৯০০৳ (বাজার দর সর্বদাই পরিবর্তনীয়)বি: দ্র: Medium থেকে Extreme কনফিগারে নতুন করে যা যোগ হয়েছে: Intel i7, B85M Motherboard, 8GB Ram, 2TB HDD, 4GB Graphics, 21.5inch LED, Wireless Keyboard & Mouse.
এখানে দেওয়া যেকোনো হার্ডওয়্যারের বাজার মূল্য পরিবর্তনশীল।