0

ডাউনলোড করে নিন সবচেয়ে সেরা এবং সুন্দর এন্ড্রয়েড অফিস এপস।



আমি এন্ড্রয়েড ফোন ব্যবহার করার পর থেকে অনেক গুলো অফিস এপস ব্যবহার করেছি কিন্তু দু:খজনক হল কোনটাই আমার মনমত হয়নি,যেমন: কোনটায় অফিস ফাইলে ইমেজ থাকলে open হতনা, কোনটায় Excel Formula ঠিকমত কাজ করতনা, কোনটায় Shape open হতনা, কোনটায় Suttony Font open হতনা আবার কোনটায় Powerpoint এ কাজ করা যেতনা। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল যেযে কোন এপই Powerpoint Slide Show করতে পারত না।
 আর Power Point Slide Show করার জন্য অনেক ঘাটাঘাটি করলাম নেটে, কিন্তু কিছুতেই কিছু হলনা।
অত:পর Microsoft এর Microsoft Office Mobile Download করলাম। কিন্তু দেখা গেল এতে অনেক অনেক বেশি সমস্যা এবং সীমাবদ্ধতা। এরপর আশা ছেড়ে দিলাম। ভাবলাম যে মোবাইলে Power Point হয়ত চলবেনা। ঠিক এর কিছুদিন পরই পেয়ে গেলাম আমার সেই কাংখিত এপসটি, যাতে উপরের সব ফিচার সহ অফিস সফটওয়্যার এর সকল সুবিধা রয়েছে। এপসটি হচ্ছে আমাদের খুবই পরিচিত একটি এপস WPS Office. ও হ্যা এটিতে কিন্তু PDF ফাইলও Open হয়।
  

 

 

 

 


এপসটি Download করুন এখান থেকে: Google Play Store
ধন্যবাদ।

পোষ্টটি পুর্বে এখানে প্রকাশিত।

Post a Comment

 
Top