0

সবচেয়ে কম speed এ এবং সহজে এন্ড্রয়েড ফোনে টিভি দেখুন।


বর্তমানে আমরা অনেকেই মোবাইল ফোনে টিভি দেখে থাকি। মোবাইলে টিভি দেখার অনেক এপস রয়েছে, যেমনঃ ডিটিভি ইন্ডিয়া, দেশি আই পি টিভি সহ আরো অনেক। কিন্তু এদের মধ্যে কোনটা স্লো নেটে কাজ করেনা আবার কোনটা টাকা লাগে। আমি টিভি দেখার জন্য এ যাবত অনেক এপস ব্যবহার করেছি। কিন্তু সবচেয়ে ভাল এবং ঝামেলাহীন মনে হয়েছে এই এপস টি। এপসটি Jago Bd এর অফিসিয়াল এপ।
১. প্রথমে এপসটি Download করুন এখান থেকে
২. তারপর ওপেন করে পছন্দসই চ্যানেল নির্বাচন করে উপভোগ করুন টিভি
৩. আপনি ইচ্ছে করলে আপনার মোবাইলের যে কোন ভিডিও প্লেয়ার দিয়েও টিভি চালাতে পারেন এই এপসটি দিয়ে।
আজ এ পর্যন্তই, আল্লাহ্‌ হাফেজ।

Post a Comment

 
Top