0

লক করুন অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস


আসসালামুওলাইকুম
আমি এস, এম, রাসেল। আজ আমি দেখাব কিভাবে অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস ব্লক করবেন। (ছবি সহ)
আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন, কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল পাঠাচ্ছে (যেমনঃ বিভিন্ন বিজ্ঞাপন, নোটিফিকেশান ইত্যাদি)। আবার হয়ত আপনাকে কেউ কোন একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে, যেটা খুব বিরক্তিকর। এখন আপনি কি করবেন? হ্যা আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই। কিভাবে করবেন তা নিম্নে ছবি সহ ধাপে ধাপে বর্ননা করা হল। আজ দেখাব শুধু মাত্র জিমেইলের জন্য।
ধাপ ১ঃ
প্রথমে আপনার একাউন্ট এ লগইন করুন।
তারপর উপরের ডান দিকের, Settings এ ক্লিক করুন।

ধাপ ২ঃ
Settings এ ক্লিক করলে একটি পেজ আসবে, সেখানে Filters এ ক্লিক করে Create a new filter এ ক্লিক করুন।
এবার নতুন একটি পেজ আসবে তাতে From এর স্থানে বিরক্তিকর ইমেইল অ্যাড্রেসটি দিন। (যেমনঃ joe@yahoo.com)
এবং Create filter with this search>> এ ক্লিক করুন।

ধাপ ৩ঃ
এবার Delete it এ টিক দিয়ে Create filter এ ক্লিক করুন।

সব ঠিক থাকলে নিচের পেজের মত আসবে।

আজকের টিউন এই পর্যন্তই। পরবর্তী টিউনে দেখাব কিভাবে ইয়াহু মেইল থেকে ইমেইল অ্যাড্রেস ব্লক করবেন।
ততদিনের জন্য বিদায়।
আল্লাহ্‌ হাফেয।
Collected

Post a Comment

 
Top