6

কিভাবে আপনার Tp-link রাউটার এর ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবেন  


 আসসালামুয়াইকুম , আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম । হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না। এজন্য  অন্যের সরাপন্ন হতে হয়। যা হোক আজ থেকে আপনাকে অন্যের কাছে এই কাজটি করিয়ে নিতে হবে না।
এ কাজটি করার জন্য আপনার একটি পিসি/ল্যাপটপ হলে ভাল হয়। মোবাইল হলেও সমস্যা নেই। তবে ডেস্কটপ কম্পিউটার হলে লেন- কার্ডে কানেকশন দিয়ে নিতে হবে। আর ল্যাপটপ বা মোবাইল হলে ওয়াইফাই  কানেক্ট করে নিবেন।

ধাপ-১: প্রথমে ব্রাউজার এ যান । আবার এড্রেস বারে গিয়ে লিখুন 192.168.0.1 বা  192.168.1.1 বা   http://tplinklogin.net যেটা আপনার কাজ করে । 

এরপর এন্টার দিলে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড  চাইবে।

ধাপ-২: প্রতিটি রাউটার এর প্রাথমিক ইউজার নেম ও পাসওয়ার্ড  হলঃ admin
নিচের চিত্রের মত User Name : admin
                                Password : admin দিবেন।

নিচের চিত্র দেখুন





ধাপ-৩:  এখন নিচের চিত্রের মত বামপাশে Wireless click করেন এরপর wireless security তে যান। ঠিক নিছে  WPA-PSK/WPA2-PSK এর আন্ডার এ দেখবেন আপনার পুরাতন পাসওয়ার্ড  টি দেওয়া আছে। নিচের চিত্রটি দেখুন:





ধাপ-৪:  এখন ওইখানে আপনার পুরাতন পাসওয়ার্ড এর পরিবর্তে নতুন পাসওয়ার্ড টি দিন।  
নিচের চিত্রটি দেখুন:





ধাপ-৪:  এখন নিচের Save বাটনে ক্লিক করে সেভ করে রি-স্টার্ট দিন ,ব্যাস কাজ শেষ ।
নিচের চিত্রটি দেখুন:

 ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। 

ধন্যবাদ।

Post a Comment

 
Top