ফেসবুকে চ্যাট থেকে বন্ধ করে দিন Seen অপশন,বাঁচুন দ্বন্দ্ব লাগার থেকে !
ফায়ারফক্সে Seen বন্ধ করার পদ্ধতিঃ
- প্রথমে এখানে ক্লিক করে Unseen নামের অ্যাডঅনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে যথা নিয়মে ইন্সটল করুন।
- ব্যাস এখন থেকে আপনি কারো ফেসবুক মেসেজ দেখে থাকলে সে কখনই জানতে পারবেনা যে আপনি তাঁর মেসেজ ইতিমধ্যে দেখে ফেলেছেন।
- আর আপনি যদি এই Seen অপশনটি আবার চালু করতে চান তাহলে মজিলা ফায়ারসক্সের Tools > Add-ons > Extentions মেন্যু থেকে Unseen নামের অ্যাডঅনটি Disable করে দিন।
গুগল ক্রোম ব্রাউজারে Seen বন্ধ করার পদ্ধতিঃ
- আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে এখানে ক্লিক করুন এবং FB unseen নামের অ্যাড অন ইন্সটল দিন
- এবারেও আপনার কাজ শেষ। আপনার ফেসবুক মেসেজ আর কেউ Seen অপশন দেখতে পারবেনা।
- ব্রাউজার রিস্টার্ট করে নিন
- আর এই অপশন আবার চালু করার জন্য ব্রাউজারে নতুন একটি আইকন দেখতে পারবেন সেটার মাধ্যমে করতে পারবেন।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.