0

অরিজিনাল ফোন চেনার পদ্ধতি

কীভাবে-

বাজারে এখন মাস্টারকপি ফোন আছে।
আসল ফোনের অনুরূপ, হুবহু একই। দেখে বোঝা মুশকিল।
এজন্য আমরা অনেক সময় ঝামেলাই পড়ি।
বেশি ঝামেলাই পড়ি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময়। কারন এটি নন-ব্র্যান্ড বেশি হয়।
এজন্য আপনার ফোন অরিজিনাল কিনা  দেখে কিনুন।

 প্রথমে  এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

তারপর আপনার ফোনের IMEI নাম্বার দিন নিচের ছবির মতো। (আপনার ফোনের  IMEI নাম্বার পাবেন *#06# প্রেস করে)


তারপর CHECK এ ক্লিক করুন।
অরিজিনাল ব্র্যান্ডের ফোন হলে আপনার ফোনের সকল তথ্য চলে আসবে। (নিচের ছবির মতো)


Read More এ ক্লিক করলে আরও বিস্তারিত পাবেন।
নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির  IMEI দিলে কিছু আসবে না।



এভাবে আপনি আপনার ব্র্যান্ডের ফোনের অরিজিনাল কপি সিলেক্ট করতে পারবেন। (তবে দিনে ৩ টার বেশি চেক করতে পারবেন না)
ধন্যবাদ সবাইকে।

Post a Comment

 
Top