মোবাইল বা ট্যাবলেট ডিভাইসটি আসল না নকল চেক করে নেওয়ার পদ্ধতি
পদ্ধতিঃ
১। ডাউনলোড বিভাগ থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন প্রথম ডিভাইসে
২। দ্বিতীয় ডিভাইস থেকে y.antutu.com লিংকে প্রবেশ করে প্রথম ডিভাইসে ইন্সটল-কৃত অ্যাপটি রান করুন
৩। দ্বিতীয় ডিভাইস এ প্রদর্শিত “QR code” টি প্রথম ডিভাইস দিয়ে স্ক্যান করলেই ডিভাইসের অবস্থা দেখাবে
অ্যাপটি মূলত নিরাপত্তা প্যারামিটার এর আদর্শ মানের উপর ভিত্তি করে একটি টেস্ট মেশিন হিসেবে কাজ করে। অ্যাপটি দিয়ে নির্ধারণ করা হবে ডিভাইসের হার্ডওয়্যার প্যারামিটার পরিবর্তন করা হয়েছে কিনা। যদি আপনার ডিভাইসটি AnTuTu অ্যাপ ইন্সটল বা QR code স্ক্যান এ ব্যর্থ হয় তাহলে ডিভাইসটি আসল না হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.