0

WiFi Password হারিয়ে গেলে উদ্ধার করবেন যেভাবে

 Image result for computer girl images
অনেক সময় দেখা যায় আমরা আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যাই বা হারিয়ে ফেলি। ধরুন আপনার ল্যাপটপে ওয়াইফাই সংযুক্ত। এখন আপনি আপনার অন্যান্য ডিভাইসে (ল্যাপটপ, মোবাইল ইত্যাদি) ওয়াইফাই সংযুক্ত করতে আপনাকে পাসওয়ার্ড জানতে হবে অথচ আপনি ভুলে গেছেন আপনার ওয়াইফাই পাসওয়ার্ড। এখন এই ক্ষেত্রে আসলে কি করবেন। একটা সহজ উপায় অবশ্য আছে আপনার কম্পিউটারে সংরক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ড বের করার।
চলুন দেখি নিই কি করে কম্পিউটারে সংরক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে বের করবেনঃ
১) টাস্কবার থেকে ওয়াইফাই আইকনে ক্লিক করুন অথবা আপনি অন্যভাবেও যেতে পারেনপাসওয়ার্ড ভুলে যাই
Control Panel\All Control Panel Items\Network and Sharing Center

২) এখন নিচের চিত্রের মত ওয়াইফাই কানেকশনে ক্লিক করুন।

পাসওয়ার্ড 2

৩)এখন একটি উইন্ডোজ স্ক্রিন আসবে যার মধ্য থেকে Wireless Properties এ ক্লিক করুন।

পাসওয়ার্ড  3

পাসওয়ার্ড 4

৪) যখন আপনি উপরের চিত্রের মত একটি স্ক্রিন ট্যাব দেখতে পাবেন তখন show characters বক্সে ক্লিক করে আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড দেখতে পাবেন।
আপনি এই পাসওয়ার্ড আপনার অন্যান্য ডিভাইসে নেটওয়ার্ক সংযোগ করার জন্য ব্যবহার করতে পারবেন।
টিউনার পেজ থেকে সংগৃহীত

Post a Comment

 
Top