দুনিয়া কাঁপছে সেলফি জ্বরে, আপনি কাপবেন না?
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।
আজ আপনাদের মাঝে এলাম Selfie Edit করা নিয়ে আলোচনা করতে।
বর্তমানের
তরুণদের কাছে জনপ্রিয় এক নাম ‘সেলফি’। নিজে নিজে ছবি তুলে সামাজিক যোগাযোগ
মাধ্যমে শেয়ার করার এই পদ্ধতি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। সবার সঙ্গে তাল
মেলাতে পিছিয়ে নেই বাংলাদেশিরাও।
একটি ভালো সেলফি আপনাকে ফুটিয়ে তুলবে সবার মাঝে। আর তাই আকর্ষনীয় সেলফি তোলার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মেনে চলতে হয়।
সেলফি তুলতে বিশেষজ্ঞদের দেওয়া কিছু পরামর্শ।
01. সেলফি তোলার সময় আলোর বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ, সেলফির গুণগত মান ঠিক রাখতে আলোর ঔজ্জ্বলতা একটি গুরুত্তপুর্ন বিষয়।
02. ক্যামেরার অ্যাঙ্গেল একটু সাইড করে নিয়ে ছবি নিতে হবে। যাতে বিপরীতে কিছু ছায়া পড়ে। এতে আপনার মুখ স্পষ্ঠ বোঝা যাবে।
03. আলোকে সরাসরি পেছনে রেখে সামনে থেকে ছবি তোলা যেতে পারে। তবে ক্যামেরা ও আলোর মাঝখানে ফেইস রাখতে হবে।
04. ছবিটিকে সম্পাদনা (এডিট)
করার জন্য অসংখ্য অ্যাপ রয়েছে। এসব অ্যাপ ব্যবহার করে একটি বাজে ছবিকেও
ঠিকঠাক করে ফেলা যায়। আর সম্পাদনা করার হাত ভালো হলে কেউ বুঝতেই পারবেনা যে
ছবিটি সম্পাদনা করা ।
05. ছবি এডিটিং খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালো ছবিতেও এডিট করতে হয়। এ জন্য একজন এক্সপার্টকে কাজে লাগাতে পারেন।
তো আসুন দেখে নেই, কিভাবে সেলফি তোলা ছবি এডিট করবেন! অনেকেই আছেন আমার মত ফটোশপ এ এক্সপার্ট নন তাদের জন্য একটি সহজ পদ্ধতি।
আসুন দেখে নেই, কিভাবে একটি সেলফি ইমেজ কে নানা রকম স্টাইল বা ইফেক্ট দেয়া যায়। এখানে দেখুন ঃ- https://www.youtube.com/watch?v=Cc0qvNkh4Xo এই নিয়ে একটা ভিডিও ।
বিশেষ
পরামর্শঃ আপনার ফোনের পেছনের ক্যামেরাটিকেই বেশি ব্যবহার করুন। কারণ
পেছনের ক্যামেরাটিই মূল ক্যামেরা এবং এতে ছবি অনেক ভালো আসে।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.