গ্রাফিক্স ডিজাইন ডিজাইনের সেরা ১০ টি ওয়েবসাইট
বর্তমান সময়ে জনপ্রিয় হল গ্রাফিক্স ডিজাইন। অনলাইনে ডিজাইনারের চাহিদা দিন দিন বেড়েই চলছে। চাকরি থেকে শুরু করে অনলাইনে ভালোর মানের ডিজাইনাদের চাহিদা অনেক।কোন প্রতিষ্ঠানে গিয়ে কেউ প্রচুর সময় নষ্ট করে শিখার সময় খুব কম। তাই এখন সবাই চাই ঘরে বসে অনলাইনে শেখার। তাই গ্রাফিক্স ডিজাইনাদের জন্য তুলে ধরলাম ঘরে বসে কোথায় থেকে ডিজাইন শিখবে।
গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের সেরা ১০ টি ওয়েবসাইট :-
পিএসডি টুটস : এতে টিউটোরিয়ালের পাশাপাশি অনেক রিসোর্স, অনুপ্রেরণামূলক তথ্য রয়েছে।
ওয়েব: http://psdtuts.com/
গ্রাফিক্স ডিজাইনার টিপস : ধারাবাহিক ভাবে টিউটোরিয়াল, রিসোর্স ও অনলাইন প্রশিক্ষণের জন্য এই সাইটি প্রচুর জনপ্রিয়।
ওয়েব: http://graphicdesignertips.com/
আবদুজিডো : এটি একটি ডিজাইন ব্লগ। এতে রয়েছে অনেক ট্রিপস।
ওয়েব: http://abduzeedo.com/tutorials
লুন ডিজাইন : যারা ফটোশপে কাজ করেন। তাদের জন্য এই সাইটি।
ওয়েব: http://kailoon.com/
ফটোশপ স্টার : এই সাইটি অনেক আগের । ১৭ বছর ধরে সফল ভাবে কাজ করছে এই সাইটি। ডিজাইনাদের জন্য গুরুত্ব পূর্ণ অনেক কিছু রয়েছে।
ওয়েব: http://www.photoshopstar.com/
দ্য ফটোশপ রোড ম্যাপ : গ্রাফিক্স ডিজাইনের সেরা টিউটোরিয়ালগুলো পেতে এই সাইট অনন্য।
ওয়েব: http://www.photoshoproadmap.com/
ফটোশপ টিউটর : এটিও টিউটোরিয়াল ও রিসোর্সের জন্য আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট।
ওয়েব: http://www.pstut.info/
কম্পিউটার আর্টস : ১৫ ডলারের এই ম্যাগাজিনটির কিছু অংশ সাইটটি থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়।
ওয়েব: http://www.computerarts.co.uk/tutorials
ওয়েব ডিজাইন ওয়াল : ডিজাইন ইন্সপায়রেশন, ডিজাইন ট্রেন্ডস ও টিউটোরিয়ালের জন্য অসাধারণ সাইট এটি।
ওয়েব: http://www.webdesignerwall.com/tag/photoshop-tutorials/
ভার্লিস ব্লগ : বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ ভার্লিস একটি জনপ্রিয় ডিজাইন ব্লগ। ওয়েব, হোম ও গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনীয় অনেক টিউটোরিয়াল রয়েছে এই সাইটে।
ওয়েব: http://veerle.duoh.com/
সাইট গুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টর মাধ্যমে যানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।
টিউনারপেজ থেকে সংগৃহীত
ধন্যবাদ।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.