ছবিতে ডি এইচ এল আর ইফেক্ট দিতে ফটোশপই যথেষ্ঠ


ছবিতে ডি এইচ এল আর ইফেক্ট দিতে ফটোশপই যথেষ্ঠ
ছবিতে ডি এইচ এল আর ইফেক্ট দিতে ফটোশপই যথেষ্ঠ
প্রথমে যে কোন একটি ছবি ফটোশপে ওপেন করুন। Layer মেনু থেকে Duplicate Layer এ ক্লিক করুন।
2

এবার Filter মেনুতে গিয়ে Blur এর Glaussian Blur ক্লিক করে আপনার ইফেক্ট নির্বাচন করুন ।
3
4
এবার মুল কাজটি আপনি তিনটি টুল দিয়ে করতে পারবেন
১. Ploygonal Lasso Tool (L)
২. Eraser Tool (E)
৩. Pen Tool (P)
5
তবে আমি Eraser Tool ব্যবহার করবো, যারা Lasso Tool ভালো ব্যবহার করতে পারেন তারা সেটা ব্যবহার করবেন। খুব সুক্ষ কাজ করার জন্য Pen Tool ব্যবহার করা যেতে পারে । তবে মনে রাখতে হবে সিলেকশনের  ক্ষেত্রে Feather ৩-৪ এর মধ্যে রাখা ভালো তবে আপনার চোখে যেটা মানানসই সেটা দিতে পারেন।
মুল কাজ:
লেসো টুল বা পেন টুল দিয়ে সিলেক্ট করার পর ডিলিট বাটনে প্রেস করুন। অথবা ইরেজার টুল দিয়ে যে অংশ উজ্জল রাখতে চান সেটি মুছে ফেলুন।মনে রাখবেন আপনি যত সুক্ষ ভাবে কাজ করতে পারবেন ইডিট করা ছবিটি ততো সুন্দর লাগবে।
যদি আমার পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইট থেকে একবার ঘুরে আসলে আমার ভালো লাগবে।
 
Top