যেকোনো বছরের যেকোনো তারিখ কি বার ছিল বলে দিন মুহূর্তে ।।।
আপনি কি জানেন ২০০৫ সালের ১৫ নভেম্বর কি বার ছিল। জানেন না তাইতো । ক্যালেন্ডার এর সাহায্যে আপনি জানতে পারবেন। কিন্তু আপনি এই ক্যালেন্ডার ছাড়াও বলতে পারবেন পারবেন সহজেই।।বিশ্বাস করতে পারছেন না ত………
চলুন দেখি পারেন কি না।। এই জন্য আপনাকে একটি সুত্র এর ব্যবহার করতে হবে।
সুত্রটি – (শতাব্দি কোড + বছর কোড + মাস কোড + দিন) % ৭
বার কোড
মনে করুন দিন শুরু সোম থেকে।। তাই সোমবার ১, মঙ্গলবার ২, বুধবার ৩, বৃহস্পতি ৪, শুক্রবার ৫, শনিবার ৬, রবিবার ৭/০
১ মে
২ অগাস্ট
৩ ফেব্রুয়ারি, মার্চ , নভেম্বর
৪ জুন
৫ সেপ্টেম্বর, ডিসেম্বর
৬ এপ্রিল, জুলাই
কিভাবে?
বছর কোড= {বছর এর শেষ দুই সংখ্যা + (ঐ একই সংখ্যা / ৪) } % ৭
মনে রাখবেন ৪ দিয়ে ভাগ দেবার সময় পূর্ণ সংখ্যা গ্রহণ করতে হবে। আর বছর কোডটি হবে ৭ দিয়ে ভাগ দেবার পর ভাগশেষটি।
শতাব্দি কোড
২০০০ সালের কোড ৬, ২১০০ সালের ৪, ২২০০ সালের ২, ২৩০০ সালের ০।। অন্যদিকে
১৯০০ সালের কোড ০, ১৮০০ সালের ২, ১৭০০ সালের ৪, ১৬০০ সালের ৬, আবার ১৫০০ সালের ০।
মিল পেলেন কিছু, শতাব্দি কোড ০ ২ ৪ ও ৬।। শুধু শতাব্দি শতাব্দি ২-+
এখন আসেন চেষ্টা করি-
২০০৫ সালের ১৫ নভেম্বর, মঙ্গলবার ।।
এবার ২০০০ সালের ০৬ ফেব্রুয়ারি দেখা যাক
এবার আপনার পালা
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.