0
ইসলামী ব্যাংক সমূহের নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ
* ‘এহতেছাব’ অর্থ-
- সমালোচনা।
* ‘রিয়াদুস সালেহীন’ একটি-
- হাদীস সংকলন গ্রন্থ।
* সুদ সম্পর্কে কুরআন মজীদের প্রথম আয়াত কোনটি?
- সূরা আর রূম : ৩৯।
* সূরা তাওবার ১১১ নং আয়াতে আল্লাহ মুমিনদের কোন দুটি জিনিস খরিদের কথা উল্লেখ করেছেন?
- জান ও মাল।
* তওবা করার অর্থ-
- অনুতপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসা।
* দ্বীন অর্থ-
- জীবনবিধান।
* ফসলের যাকাতকে কি বলা হয়?
- ওশর।
* নারীর অধিকার সম্পর্কে অবতীর্ণ সূরাটির নাম কি?
- সূরা নিসা
* হাদিসের বর্ণনা পরস্পরাকে কি বলা হয়?
- সনদ।
* কোন হাদীস গ্রন্থটি ছিহা সিত্তার অন্তর্ভুক্ত নয়?
- আল মুয়াত্তা
* কতজন সাহাবী নিয়ে আসহাবে কুফফা গঠিত ছিল?
- ৭০।
* যে হাদীস একই সাহাবীর নিকট হতে ইমাম বোখারী ও ইমাম মুসলিম উভয়ে গ্রহণ করেছেন সে হাদীসকে বলে।
- মোত্তাফাকুন আলাইহে
* সর্বপ্রথম নাযিলকৃত পূর্ণঙ্গ সূরা কোনটি?
- সূরা ফাতেহা।
* ‘ইসলামের বুনিয়াদী শিক্ষা’Ñবই এর লেখক কে?
- সাইয়েদ আবুল আলা মওদুদী (রঃ)।
* বাইয়াত ছাড়া মৃত্যু কিসের নামান্তর?
- জাহেলিয়াতের।
* ‘সওম’ কখন ফরজ হয়েছে?
- ২য় হিজরী সনে।
* ইসলামী রাষ্ট্রপ্রধানের মূল দায়িত্ব কয়টি?
- ৪টি
* ‘হুজ্জাতুল ইসলাম কে?
- ইমাম গাযযালী (রঃ)।
* হযরত হামযা (রাঃ) কোন যুদ্ধে শহীদ হন?
- ওহুদ।
* আলকুরআনে যাকাতের কথা কতবার বলা হয়েছে?
- ৩২টি আয়াতে
* যাকাত বণ্টনের খাত কয়টি, কোন আয়াতে আছে?
- ৮টি, সূরাতুত তওবাÑ৬০।
* ‘ইসলামে হালাল হারামের বিধান’ কার রচিত?
- আল্লামা ইউসুফ আল কারযাভী।
* ‘বাইবেল, কোরআন ও বিজ্ঞান’ কার লেখা?
- মরিস বুকাইলী।
* বিদায় হজ কত সালে অনুষ্ঠিত হয়?
- ১০ম হিজরী সনে।
* ‘হাদীসে কুদসী’ কি?
- মহানবী (সঃ) এর ভাষায় আল্লাহর বাণী।
* ‘বালকোট দিবস’ কোনটি?
- ৬ মে।
* ‘ইসলামী শিক্ষা দিবস’ কোনটি?
- ১ অক্টোবর।
* নবী (সঃ) কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন?
- ২৭টি।
* সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি?
- সূরা মায়েদা তিন নং আয়াত।
* ‘আসমাউল হুসনা’ কাকে বলে?
- আল্লাহর নামসমূহ।
* কোন যুদ্ধের সময় হযরত আবু বকর (রাঃ) তাঁর সকল সম্পদ নবী (সঃ)Ñএর সামনে হাজির করেছিলেন?
- তাবুকের যুদ্ধে।
* পরকালীন মুক্তির শর্ত কি?
- ঈমান ও আমলে সালেহ।
* ইসলাম কাকে বলে?
- আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে।
* দ্বীন কায়েম করা কি?
- ফরজ।
* মুহাম্মদ (সঃ) কাদের নবী?
- সকল মানুষ ও জ্বীনদের নবী
* রাসূল প্রেরণ করার মূল উদ্দেশ্য কি?
- আল্লাহর দ্বীনকে বিজয়ী করা।
* দোয়ায়ে মাসুরা কখন পড়তে হয়?
- যে কোনো নামাযের শেষ বৈঠকে দরুদ শরীফ পাঠ করার পর।
* মুর্তাদ কাকে বলে?
- যে ইসলাম গ্রহণ করার পর আবার ত্যাগ করে।
* আশারায়ে মুবাশশারাহর অন্তর্ভুক্ত কোন ৪ জন?
- ১. তালহা, ২. যুবাইর, ৩ সা’দ, ৪ সাঈদ বিন যায়িদ (রাঃ)
* বালেগ মহিলাদের নাময মাফ হয় কখন যা কাজা পড়তে হয় না?
- হায়েজ ও নিফাস কালে।

তথ্যসূত্রঃ ইন্টেরনেটের বিভিন্ন সাইট ।

Post a Comment

 
Top