OTG ক্যাবল দিয়ে এন্ড্রয়েড ফোনে টিভি দেখুন মাউস কীবোর্ড হার্ড ড্রাইভ ব্যবহার করুন
এবার চলুন OTG দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন জেনে নিই-
OTG সুবিধা পেতে হলে আপনার প্রয়োজন হবে একটি ভাল OTG ক্যাবলের। বর্তমানে বিভিন্ন স্মার্টফোন এক্সেসোরিস দোকানে এই OTG ক্যাবল পাওয়া যায়।
আপনার ডিভাইসটি OTG সাপোর্টেড কিনা তা জানার জন্য ডিভাইসটির স্পেসিফিকেশন চেক করাই যথেষ্ট।
চলুন জেনে নিই কিছু OTG সাপোর্টেড ডিভাইসের নাম-
Sony Xperia Z, ZL, Z Ultra, Z1, Z2Samsung Galaxy S2, S3, S4,S5
LG Optimus , G2 , G3
HTC One, One mini, One max
Google Nexus 5, Google Nexus 7
Walton Primo H2, Walpad 7 , Walpad 8 , Walpad 8b , ZX সহ আরও অনেক ডিভাইস।