মোবাইলে ঝকঝকে বাংলা দেখা ও লেখার উপায়

 

এখন অনেক নিউজপোর্টাল হয়েছে। তাই মোবাইলে তাৎক্ষণিক সংবাদ পড়ার অভ্যাস তৈরি হয়েছে মানুষের। আর মোবাইলে ইন্টারনেট সুবিধা থাকায় এ সুবিধা প্রায় সবারই হাতে পৌঁছে গেছে।
কিন্তু অনেক মোবাইলে বাংলা লেখা দেখতে না পাওয়া বা ভেঙে যাওয়ার কারণে অনেকে অসুবিধায় পড়েন। এ সমস্যার কারণে তারা মোবাইলে তাৎক্ষণিক খবরটিও জানতে পারেন না। আবার ফেসবুক স্ট্যাটাস দেখা, কমেন্ট দেখা বা লেখার কাজটি করতে গিয়েও সমস্যা হয়।
অবশ্য স্মার্টফোনের ক্ষেত্রে এ ঝামেলা সাধারণত হয় না। কিন্তু যারা ব্রাউজার হিসেবে অপেরা মিনি (opera mini) ব্যবহার করেন তাদের প্রায় সবারই এ সমস্যা হয়।
এখানে জেনে নিন কীভাবে মোবাইলে ঝকঝকে বাংলা লেখা দেখবেন ও লিখবেন।
বাংলা দেখা
১. যদি ব্রাউজার না থেকে থাকে বা অপেরা মিনি না হয় তাহলে এই লিঙ্ক থেকে ব্রাউজারটি ডাউনলোড করে ইনস্টল করেন নিন।
২. অপেরা মিনি খুলে অ্যাড্রেস বারে (যেখানে ওয়েবসাইটের ঠিকানা লিখতে হয়) opera:config লিখুন।
৩. ছবির মতো পেজ আসবে। এখানে লাল গোল চিহ্নিত অংশে নো (No) থাকলে ইয়েস (Yes) করে দিন।
৪. সেভ (Save) করে বেরিয়ে আসুন।
ব্যস হয়ে গেল!!!!
বাংলা লেখা
মোবাইলে বাংলা লেখার জন্য খুব ছোট কিন্তু কাজের একটি সফটওয়্যার আছে। আপনি এই লিঙ্ক থেকে সেটি ডাউনলোড করে নিতে পারেন।
এখন অনায়াসে বাংলা লিখুন ব্রাউজারে বা ফেসবুকে, ব্লগে যেখানে খুশি!!!!!
 
Top