গত মে মাসেই গুগল একটি বুকমার্ক ম্যানেজার চালু করেছিলো কিন্তু দুর্ভাগ্যক্রমে তা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিলনা। সেই একই ফিচার নিয়ে গুগল নিয়ে এলো স্টার বুকমার্ক নামের নতুন এক বুকমার্ক ম্যানেজার। এটি ব্যবহারের আগে আপনাকে আপনার গুগল ক্রোম ব্রাউজারের কিছু সেটিংসে পরিবর্তন করতে হবে।
কিভাবে এই নতুন বুকমার্ক ম্যানেজার ডাউনলোড ও সেট আপ করবেন তা নিচে দেওয়া হলঃ
সেটআপ প্রক্রিয়াঃ
১। প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে আপনআর ক্রোম ভার্সনটি ক্রোম ৩৮ অথবা এর পরবর্তী কোন ভার্সন কিনা। এখন Menu থেকে About সিলেক্ট করুন।
২। এখন লক্ষ্য করুণ আপনার Chrome sync সেটআপ করা আছে কিনা। যদি না থাকে তবে নিচের লিংক থেকে Chrome sync সেটআপ করার পদ্ধতিটি জেনে নিন।
লিংক: http://www.cnet.com/how-to/how-to-setup-sync-in-google-chrome/
৩। এখন ক্রোম ওয়েব স্টোর থেকে নতুন বুকমার্ক ম্যানেজারটি ডাউনলোড ও ইন্সটল করুণ। ডাউনলোড লিংকঃ https://chrome.google.com/webstore/detail/bookmark-manager/gmlllbghnfkpf
৪। একবার এটি ইন্সটল করা হলে আপনার পুরাতন বুকমার্ক ম্যানেজারের পরিবর্তে নতুন বুকমার্ক ম্যানেজার চলে আসবে। ইন্সটল করা হয়ে গেলে নতুন বুকমার্ক ম্যানেজার আগের মতই ওপেন করতে পারবেন অর্থাৎ Chrome menu থেকে Bookmarks তারপর Bookmark Manager এ গিয়ে।
নতুন বুকমার্ক ম্যানেজারের ফিচার সমূহঃ
লিঙ্ক সেভ করা
figure 1
এই প্রক্রিয়াটি আগের বুকমার্ক ম্যানেজারের মতই তবে এতে যোগ করা হয়েছে আরও কিছু নতুন ফিচার। আপনি যখন একটা সাইটকে বুকমার্ক হিসাবে সেভ করবেন তখন আপনি আপনার পছন্দ মতো যেকোনো ছবি ঐ সাইট থেকে নিয়ে বুকমার্ক হিসাবে সেভ করতে পারবন। আপনি চাইলে ফোল্ডারও তৈরি করতে পারবেন।
সার্চ করা
নতুন এই ফিচারটি কেবল আপনার বুকমার্কের টাইটেল, সাইটের বর্ণনা, URL খুঁজতে সহায়তা করেনা যা আপনি সেভ করে রেখেছিলেন বরং অরজিনাল পেজের কন্টেন্ট খুঁজতে সক্ষম।
সাজানো
যদিও বুকমার্ক নিজে থেকেই সাজানো থাকে তবে আপনি চাইলে আপনার সুবিধা মতো তা সাজাতে পারবেন।
শেয়ার করা
figure 2
আপনি যদি বুকমার্কের ভেতরে একটি নতুন ফোল্ডার তৈরি করেন তবে ঐ ফোল্ডারটি আপনি চাইলে Private বা Public করতে পারবেন। এই প্রক্রিয়ায় আপনি আপনার নিজস্ব সংগ্রহগুলি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন।
 
Top