Latest News

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে টুইনমস ব্র্যান্ডের অল ইন ওয়ান পিসি।


টুইনমস ব্র্যান্ডের অল ইন ওয়ান পিসি টুইনমস ব্র্যান্ডের অল ইন ওয়ান পিসি

এসসিএআই০২১৫-আই৩বি০১ মডেলের এই অল ইন ওয়ান পিসিতে রয়েছে ইন্টেল থার্ড জেনারেশন কোর আই থ্রি ৩.৪০ গিগাহার্জ প্রসেসর, ২১.৫ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, ইন্টেল বি ৭৫ চিপসেট, এক্সপ্রেস চিপসেট, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিক্স, থ্রি-ডি সাউন্ড সিস্টেম, ডাবল কপার টিউব হিট সিঙ্ক, ২ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ওয়্যারলেস কি-বোর্ড ও মাউস।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ব্র্যান্ড পিসিটির মূল্য ৪৫,০০০ টাকা। তা ছাড়াও প্রায় একই স্পেসিফিকেশন দিয়ে ইন্টেল কোর আই ফাইভ এবং কোর আই সেভেন প্রসেসরের অল ইন ওয়ান পিসি বাজারে ছাড়া হয়েছে।
 
Top