নারীদের স্ট্যামিনা বাড়াতে কয়েকটি পরামর্শ
- হালকা ব্যায়াম করুন (exercise): দিনে অন্তত ২০ মিনিট সময় বের করে নিন হালকা ব্যায়ামের জন্য। যেমন হাঁটা, দৌড়ানো, সাঁতার কাঁটা এইসব হালকা ব্যায়াম একজন নারীর স্ট্যামিনা বাড়াতে বেশ ভালো ভূমিকা রাখে।
- সঠিক খাদ্য তালিকা তৈরি করুন (proper diet): একটি সঠিক খাদ্য তালিকা প্রস্তুত করুন। সেখানে বেশী বেশী ফল আর সবজি জাতীয় খাবার রাখুন। বাইরের তৈরি খাবার, ক্যাফেইন ও অতিরিক্ত সুগার গ্রহণ করা থেকে বিরত থাকুন। শরীর সুস্থ রাখতে নারীদের জন্য তৈরি ম্যাল্টিভিটামিন(women’s multivitamin) গ্রহণ করুন, সঠিক মাত্রায় আয়রন ও ক্যালসিয়াম নিশ্চিত করুন। কেননা নারীর শরীরে এই দুটো উপাদানের অভাব তাকে দ্রুত ক্লান্ত করে তোলে ও চেহারায় নিয়ে আসে বার্ধক্যের ছাপ।
- রাতে পর্যাপ্ত ঘুমান (sound sleep): রাতে কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান। ঠিকঠাক না ঘুমানো স্ট্যামিনা ঘাটতির অন্যতম কারণ। আপনি রাতে আরাম করে আর নিশ্চিন্তে না ঘুমালে পরের দিনটি এমনিতেই ক্লান্তিকর হবে।
পরামর্শ.কম এ স্বাস্থ্য ও রূপচর্চা বিভাগে প্রকাশিত লেখাগুলো সংশ্লিষ্ট লেখকের ব্যক্তিগত মতামত ও সাধারণ তথ্যের ভিত্তিতে লিখিত। তাই এসব লেখাকে সরাসরি চিকিৎসা বা স্বাস্থ্য অথবা রূপচর্চা বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শ হিসেবে গণ্য করা যাবে না। স্বাস্থ্য/ রূপচর্চা সংক্রান্ত যেকোনো তথ্য কিংবা চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের/বিউটিশিয়ানের শরণাপন্ন হোন।
প্রথম প্রকাশিত www.poramorsho.com