1
প্লে স্টোর (Play Store) এর সমস্যা ও সমাধান এর কিছু ফ্রী বাংলা অ্যান্ড্রয়েড (Android) অ্যাপ্লিকেশান।
আশা করি সবাই ভাল আছেন। আর তারা তো নিশ্চয় আরও বেশি ভাল আছেন যারা ঈদ করতে ইতিমধ্যে প্রিয় জনের কাছে পৌছে গেসেন। আমিও এই টিউন টা করে ই দৌড় দিব।
আজকের টিউন টা দুনিয়ার সবথেকে বড় অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেট প্লে স্টোর(Play Store) নিয়ে। আমি টিউনটাকে দুইভাগে সাজিয়েছি। প্রথম অংশে গুগল প্লে ষ্টোরের কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেছি আর দ্বিতীয় অংশে পাবেন কিছু ছোট ছোট (সবগুলো ই ১ মেগাবাইট এর নিচে এবং ফ্রী) বাংলা অ্যাপস।

প্লে ষ্টোরের কিছু সমস্যা ও তার সমাধান

প্রথমে ই দেখে নেই প্লে স্টোরে আমাদের কি কি প্রব্লেম হয়-
  • প্লে স্টোরে এ সাইন ইন করতে না পারা
  •  No Internet Connection or Connection time out
  •  সঠিক অ্যাপস টা খুঁজে না পাউয়া
  •  অ্যাপস ডাউনলোড হতে না চাওয়া
  •  পিসি থেকে অ্যাপস ডাউনলোড করতে না পারা

এবার একে একে সমাধান গুলি দেখে নেই


১। প্লে স্টোরে এ সাইন ইন করতে না পারাঃ সাধারনত নতুন দের এই প্রব্লেম টা বেশি হয়। তবে এই প্রব্লেম এর মূল কারণ আমাদের কচ্ছপ গতির ইন্টারনেট। তো বুঝতেই পারছেন এই প্রব্লেম এ পরলে আপনার ইন্টারনেট স্পীড বাড়ানোই হবে মূল সমাধান। তবে অনেক বড় প্রব্লেম এর অনেক সিম্পল সল্যুশন ও কিন্তু থাকে। এর জন্য আপনি সাইন ইন করার সময় পুরাতন অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন এর বদলে নতুন একটা অ্যাকাউন্ট সাইন আপ এবং সাইন ইন করুন।
২। No Internet Connection or Connection time out: এটার মূল ও কারণ আমাদের কচ্ছপ গতির ইন্টারনেট। তবে অন্যান্য অনেক কারনে ও কানেকশন প্রব্লেম হতে পারে। সেক্ষেত্রে সমাধান হচ্ছে প্লে ষ্টোরের অ্যাপ কেচ ফাইল ক্লিয়ার করা। এর জন্য নিচের ওয়ে ফলো করুন –
  • Go to Settings > Apps
  • Swipe right to ALL
  • Scroll down and tap Google Play Store
  • Press Clear Data button and tap OK

৩। সঠিক অ্যাপস টা খুঁজে না পাওয়াঃ আমরা অনেক সময় কোন একটা অ্যাপস এর সঠিক নাম জানা সত্তেও অ্যাপ টা খুঁজে পাই না। কারন প্লে স্টোর সুধু অ্যাপল অ্যাপ স্টোর এর মত অ্যাপ টাইটেল এর উপর অ্যাপ ইনডেক্স করে না। তাই প্লে স্টোরে অ্যাপ খুঁজে পাওয়া একটু কঠিন। আপনি হয়ত সার্চ দিলেন bangla dictionary. আর উনি বাংলা অ্যাপস যতো আছে সব হাজির করবে। এতগুলা অ্যাপস থেকে সঠিক টি খুঁজে পাওয়াই দুষ্কর। এর জন্য আপনি গুগল অ্যাপ সার্চ এর সহায়তা নিন অনেক গুনে ভাল ফল পাবেন। এটা অনেকটা ইমেজ সার্চ করার মতই।

৪। অ্যাপস ডাউনলোড হতে না চাওয়াঃ এখানেও মূল সমস্যা কচ্ছপ ইন্টারনেট। তবে অনেক সময় স্টোরেজ, কানেকশন, কেইচ ফাইল এর জন্য এই প্রব্লেম হতে পারে। নিচের ওয়ে গুলো ধারাবাহিক ভাবে চেষ্টা করে দেখুনঃ -ডাউনলোড স্টপ করে আবার স্টার্ট করুন। -কেইচ ফাইল ক্লিয়ার করুন এবং ফোন রিস্টার্ট করে আবার চেষ্টা করুন। -নতুন করে লগিন করে দেখুন।
৫। পিসি থেকে অ্যাপস ডাউনলোড করতে না পারাঃ অ্যাপস মোবাইল প্লে স্টোর থেকে সরাসরি ই ইন্সটল করা উচিত। কারন এখানে সিকুরিটি এর একটা ব্যাপার আছে। আর প্লে স্টোর এর বাইরে থেকে অ্যাপ ইন্সটল করলে আপনি অ্যাপ এর আপডেট পাবেন না। তবে আমাদের সবার মোবাইল এ যেহেতু নেট থাকে না সেক্ষেত্রে সবথেকে নিরাপদ ও সহজ উপায় হচ্ছে এই লিংক। এখানে গিয়ে অ্যাপস এর প্লে স্টোর লিংক টা পেস্ট করে generate download link চাপুন। লিংক জেনারেট হয়ে গেলে ডাউনলোড বাটন চাপুন। ওদের একটা এক্সটেন্সান ও আছে কিন্তু আমি এটা সমর্থন করি না কারণ এখানে অ্যাপস এর ID and Password দিতে হয়।
আমি যে প্রব্লেম গুলো নিজে যেভাবে ফেইচ করেছি এবং যেভাবে সমাধান করেছি সেভাবেই এখানে লেখার চেষ্টা করেছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। যারা একটু এডভান্স তারা এই লিংক টা ও একটু দেখতে পারেন। এখানে সব প্রব্লেম সুন্দর করে বর্ণনা করা আছে।

এবার আসি আপনাদের ঈদ উপহার নিয়ে

আজকে আমার নিজের ডেভেলপ করা কিছু অ্যাপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সবগুলো ই একদম ফ্রী। সকল অ্যাপস এর আলাদা আলাদা বর্ণনা দিতে গেলে টিউন অনেক বড় হয়ে যাবে। কিছু কমন সুবিধা এখানে দেয়া হল। বিস্তারিত প্লে স্টোরে দেয়া আছে।
  • সুইয়াপ স্ক্রীনঃ সুইপ এর মাধ্যমে স্ক্রীন পরিবর্তন। নিচে নেক্সট প্রিভিয়াস বাটন ও আছে।
  • সার্চঃ লিস্ট থেকে কন্টেন্ট সার্চ করার বাবস্থা আছে। বাংলা কন্টেন্ট সার্চ করার জন্য বাংলায় লিখতে হবে।
  • টেক্সট সিলেকশন, কপি, পেস্টঃ নির্দিষ্ট/সব টেক্সট কপি করে প্রয়োজন অনুসারে পেস্ট করতে পারবেন।আপনি স্ক্রীন এ চাপ দিয়ে টেক্সট সিলেক্ট করতে পারবেন।যাদের মোবাইল বাংলা সাপোর্টেড না তারা একাজের জন্য কপি করার এক্সট্রা বাটন চাপুন।
  • স্মার্ট শেয়ারিংঃ শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।শুধুমাত্র ফেসবুক এ শেয়ার করার সময় শেয়ার বাটন চাপার আগে কপি বাটন চেপে নিবেন।টুঁইট বা মেসেজ করার জন্য আলাদা কপি না করলে ও চলবে।
  • স্মার্ট টাচঃ আপনি কোন অপশন এ ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে।
  • No internet Connection Needed
টিউনার পেজ থেকে সংগৃহীত

Post a Comment

  1. বচ,অনেক মজা পেলাম ।লেখাটা খুব সুন্দর হয়েছে । তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম এখানে> http://muktomoncho.com/archives/1649

    ReplyDelete

 
Top