0

পুরনো মোবাইল অথবা সীমের মোবাইল নাম্বার নতুন সেটে অথবা সীমে আনুন  মাত্র ৫-১০ সেকেন্ডেই।


মাত্র ৫-১০ সেকেন্ডেই আপনার পুরনো মোবাইল সেটের অথবা সীমের কয়েক হাজার নাম্বার নতুন সেটে অথবা সীমে আনুন ।
আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ । আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।  আজ একটি টিপস শেয়ার করতে আসছি । অনেকেই হয়তো জানেন । আবার অনেকের জানা নাও থাকতে পারে । আমি সাম্প্রতিক কাজটি করে অত্যন্ত আনন্দিত । মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনার মোবাইলের সব নাম্বার সেভ করতে পারবেন ।   সেভ করা ছাড়াও নাম্বারগুলো নতুন কোন মোবাইল বা সীমে আনতে পারবেন ।
এজন্য আপনাকে যা করতে হবে ।
প্রথমে আপনার ফোনের কন্টাক্ট মেনুতে যান ।
তারপর ইমপোর্ট অপশনটি সিলেক্ট করুন । 
কপি টু মেমরী কার্ড / এসডি কার্ড অপশনটি বাছাই করুন । 
আপনার মেমরী কার্ড এর লোকেশনটি চিনিয়ে দিন ।
সব নাম্বার সিলেক্ট করুন (ফোন মেমরী এবং সীম)
ইমপোর্ট  অথবা কপিতে ক্লিক করুন । 
তারিখসহ নাম দিয়ে ভিসিএফ এক্সটেনশন সম্বলিত একটি ফাইল তৈরী হবে । 

অতপর…
মেমরী কার্ড অথবা এসডি কার্ডটি নতুন ফোনে ঢুকান 
অথবা ভিসিএফ ফাইলটি সেন্ড করুন নতুন সেটের মেমরী কার্ড
শেয়ার ইট অথবা ব্লু টুথ দিয়ে কাজটি করতে পারেন
এখন আবার মোবাইল ফোনের কন্টাক্ট মেনুতে যান
এক্সপোর্ট অপশনটি সিলেক্ট করুন ।
এখন মোবাইল সেট নিজেই আপনার মেমরী কার্ডে
 সার্চ
 দিবে কোন ভিসিএফ ফাইল সেভ করা আছে কিনা । 
সেভ করা থাকলে সেটি থেকেই সকল নাম্বার আবার কন্টাক্ট লিস্টে চলে আসবে । 

এভাবে আপনি কয়েক হাজার কন্টাক্ট নাম্বার মাত্র কয়েক সেকেন্ডে কপি করতে পারবেন ।
অনেক কম দামী মোবাইলেও এই ইমপোর্ট / এক্সপোর্ট অপশনটি পেয়ে যাবেন ।
এবার স্ক্রিন সর্ট দেখুন আমি কিভাবে করেছি…
 প্রথমে আমার পুরনো মোবাইল থেকে সব নাম্বার এক্সপোর্ট করেছি মেমরি কার্ড এ…
দেখুন যেভাবে করেছি…

১. প্রথমে মোবাইল এর কন্টাক্ট এ গেলাম…

২. তারপর ইম্পোর্ট / এক্সপোর্ট সিলেক্ট করলাম…

৩. এক্সপোর্ট কন্টাক্ট এ ক্লিক করলাম…

৪. তারপর সব কন্টাক্ট লিস্ট দেখতে পেলাম …

৫. অতপর অপশন থেকে সিলেক্ট অল দিয়ে  সব কন্টাক্ট সিলেক্ট করলাম…

৬. ওকে দিলাম…

৭. কোথায় এক্সপোর্ট করব তা জানলে চাইলে মেমরি কার্ড এর লোকেশন দেখিয়ে দিলাম…

৮. অতপর ওই লোকেশন-এ ভিসিএফ এক্সটেনশন যুক্ত একটি ফাইল তৈরী হয়েছে।
এবার দেখুন এক্সপোর্ট করা ফাইল কিভাবে ইম্পোর্ট করবেন…
প্রথমেই তৈরী করা ভিসিএফ ফাইলটি ব্লুটুথ এর মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে নতুন সেট এর মেমরিতে নিয়ে আসুন…

১. এবার আমি আমার নতুন মোবাইল এর  কন্টাক্ট মেনু তে গেলাম…

২. কন্টাক্ট মেনু থেকে চলে গেলাম সেটিং-এ

৩. সেটিং থেকে আবার কন্টাক্ট সিলেক্ট করলাম…

৪. এখান থেকে আবার এক্সপোর্ট / ইম্পোর্ট অপশন-এ ক্লিক করলাম…

৫. অতপর  ইম্পোর্ট ফরম এসডি কার্ড সিলেক্ট করুন…
ব্যাস , হয়ে গেল… আপনার কপি করা ভি সি এফ ফাইলটি থেকে হাজার হাজার নাম্বার মাত্র ৫ সেকেন্ডেই নতুন সেট এর কন্টাক্ট লিস্ট এ যুক্ত হয়ে যাবে…
কি দরকার একটি একটি করে নাম্বার সেভ করার, যে কাজ করতে ১-২ মাস সময় লাগতো, তা হয়ে গেল মাত্র ৫-১০ সেকেন্ডে…
 সবাইকে ধন্যবাদ । ভালো থাকবেন সবাই…

Post a Comment

 
Top