Latest News

0

ভুল চিঠি



আজ এমনও শ্রাবণ দিনে
তার কথা ভেবে ,
আমি ছুঁয়েছি জল - কনা
খোলা জানালায় হাত বারিয়ে....

তুমিও কি দু’হাত পেতে
ছুঁয়ে দেখেছ জল-ধারা ?
খোলা চুলে আনমনে
ভাবো কি কারো কথা ?

এখনও কি শ্রাবণ দিনের
অলস ক্ষনে ডুবে থাকো
সেই সুখের ভাবনায়?
কদম হাতে ভেঁজা চুলে
একটি কিশোর ছেলে
কড়া নাড়ে দরজায় ?

এখনও কি বৃষ্টি এলে
মনের ভুলে
কবিতার বই খুলে
বসো বারান্দায় ?
সস্তা প্রেমের কবিতা পড়ে
কেঁদে ফেল অঝোর ধাঁরায় ?

না’কি ভুলে গেছ তার সৃতি
যত কথা যত প্রীতি ,
মেঘ পিওনের হাতে ভুল করে
চলে গেছে ভুল চিঠি
ভুল ঠিকানায় ..... ।।

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top